মা তারা চণ্ডী মন্দির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Ashiq Shawon (আলোচনা | অবদান)
→‎শক্তিপীঠ: সম্প্রসারণ
৩০ নং লাইন:
== ইতিহাস ==
== শক্তিপীঠ ==
[[শক্তিপীঠ]] ([[সংস্কৃত]]: शक्ति पीठ,<ref>name="Fuller2004">{{cite book|author=Fuller, Christopher John|title=The Camphor Flame: Popular Hinduism and Society in India|url=https://books.google.com/books?id=To6XSeBUW3oC&pg=PA44|year=2004|publisher=Princeton University Press|location=Princeton|isbn=978-0-691-12048-5|page=44}}</ref> শক্তির আসন) হলো হিন্দু ধর্মের প্রধান নারী এবং [[শাক্ত]] সম্প্রদায়ের প্রধান দেবী শক্তি বা সতীর পবিত্র দেহাবশেষের পূজার স্থান। কন্যা সতী দেবী তার ইচ্ছার বিরুদ্ধে 'যোগী' মহাদেবকে বিবাহ করায় ক্ষুব্ধ দক্ষ রাজা এক যজ্ঞের আয়োজন করেন যাতে মহাদেব ও সতী দেবী ছাড়া প্রায় সকল দেব-দেবীকে নিমন্ত্রণ কর হয়; এবং এতে মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী দেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে উপস্থিত হলে আমন্ত্রিত অতিথি না-হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি ও তার স্বামী মহাদেবকে অপমান করা হলে সতী দেবী তার স্বামীর প্রতি পিতার এ অপমান সহ্য করতে না-পেরে যোগবলে আত্মাহুতি দেন। শোকাহত মহাদেব রাগান্বিত হয়ে দক্ষর যজ্ঞ ভণ্ডুল করেন এবং সতী দেবীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বধ্বংসের উদ্দেশ্যে [[প্রলয় নৃত্য]] শুরু করলে অন্যান্য দেবতার অনুরোধে [[বিষ্ণু]] তার [[সুদর্শন চক্র]] দ্বারা সতী দেবীর মৃতদেহ ছেদন করে তার দেহখণ্ডসমূহ বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান (শক্তিপীঠ) হিসেবে পরিচিতি পায়।<ref>http://www.sacred-texts.com/tantra/maha/maha00.htm</ref> এগুলো পুরো ভারতী উপমহাদেশে ছড়ানো-ছিটানো অবস্থায় রয়েছে।রয়েছে; যারমধ্যে ডান নেত্রটি এখানে পতিত হয় বলে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।
 
== অবস্থান ==