সৌরপাদ বিন্দু: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
[[File:সৌরপাদ বিন্দু.jpg|thumb|300px|[[পৃথিবী]] পৃষ্ঠে ''সৌরপাদ বিন্দু''র অবস্থান। সৌরপাদ বিন্দুতে [[দিগন্ত]] রেখা ও সূর্যের লম্ব অবস্থান রেখা এক সমকোণ তৈরি করে।]]
 
পৃথিবী পৃষ্ঠে অবস্থানকারী কোন পর্যবেক্ষকের মাথার সরাসরি উপরের দিকে যে বিন্দুটিবআন্দুটি কল্পনা করা হয় সেটাই পর্যবেক্ষকের ঐ অবস্থানের [[সুবিন্দু]]। এখন সূর্য ভূপৃষ্ঠস্থ কোন বিন্দুতে উলম্বভাবে অবস্থান করলে অর্থাৎ সূর্য ভূপৃষ্ঠস্থ ঐ বিন্দুটির সুবিন্দুতে অবস্থান করলে উল্লেখিত এই ভূপৃষ্ঠস্থ বিন্দুটিই '''সৌরপাদ বিন্দু''' তথা '''সাবসোলার বিন্দু'''। সহজভাবে বলা যায়, ভূপৃষ্ঠের যে বিন্দুটি সূর্যের ঠিক নিচে অবস্থান করে সেটাই সৌরপাদ বিন্দু। আবার অন্যভাবে বলা যায়, সূর্য ও পৃথিবীর কেন্দ্রদ্বয়ের সংযোগকারী সরল রেখা পৃথিবী পৃষ্ঠকে যে বিন্দুতে ছেদ করে সে বিন্দুটিই সৌরপাদ বিন্দু। কোন [[জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু]]র সৌরপাদ বিন্দু থেকে সূর্যের দূরত্ব হল ঐ জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু থেকে সূর্যের সর্বাপেক্ষা নিকটতম দূরত্ব।
 
পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির ফলে পৃথিবীর সৌরপাদ বিন্দু প্রতিনিয়ত পরিবর্তিত হয়। সৌরপাদ বিন্দু [[উত্তর অয়নান্ত|কর্কট সংক্রান্তি]]র সময় [[কর্কটক্রান্তি]] রেখাকে এবং [[মকর সংক্রান্তি]]র সময় [[মকরক্রান্তি]] রেখাকে স্পর্শ করে। এছাড়াও [[বিষুব|বিষুবের]] সময় এটি [[নিরক্ষ রেখা]]কে অতিক্রম করে।
বেনামী ব্যবহারকারী