লিওনেল মেসি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৪ নং লাইন:
| ntupdate = ৩০ জুন ২০১৮
}}
'''লিওনেল আন্দ্রেস “লিও” মেসি কুচ্চিত্তিনি''' ({{IPA-es|ljoˈnel anˈdɾes ˈmesi|-|Lionel Andrés Messi - Name.ogg}}; জন্ম: ২৪ জুন ১৯৮৭) একজন আর্জেন্টাইন পেশাদার [[ফুটবল]] খেলোয়াড় যিনি স্পেনের সর্বোচ্চ স্তরের পেশাদার ফুটবল লীগ প্রতিযোগিতা লা লিগা তে [[ফুটবল ক্লাব বার্সেলোনা]] এবং [[আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল|আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের]] হয়ে একজন [[আক্রমণভাগের খেলোয়াড় (ফুটবল)|আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেন। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক ধারাভাষ্যকার, ফুটবল বিশেষজ্ঞ, কোচ এবং খেলোয়াড় মেসিকে বর্তমান সময়ের সেরা ফুটবলার এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করে থাকেন।
 
লিওনেল মেসি রেকর্ড সংখ্যক, অর্থাৎ ছয়বার [[ব্যালন ডি অর]] জয় করেছেন, যার মধ্যে চারটি জিতেছেন টানা চার বছরে। পাশাপাশি রেকর্ড ছয়বার [[ইউরোপীয় গোল্ডেন শু]]-ও জিতেছেন। তিনি তার পুরো পেশাদার জীবন পার করেছেন বার্সেলোনায়, যেখানে তিনি জিতেছেন মোট ৩২টি শিরোপা, যার মধ্যে রয়েছে ৯টি [[লা লিগা]], ৪টি [[উয়েফা চ্যাম্পিয়নস লীগ]] এবং ৬টি [[কোপা দেল রে]]। একজন অসাধারণ গোলদাতা হিসেবে মেসির দখলে রয়েছে লা লিগায় সর্বোচ্চ সংখ্যক গোল (৪০৮), লা লিগায় এক মরসুমে সর্বোচ্চ গোল (৫০), ইউরোপে এক মরসুমে সর্বোচ্চ গোল (৭৩), এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল (৯১), এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোল (২৬) এবং চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ হ্যাট্রিকের (৮) রেকর্ড। পাশাপাশি মেসি একজন সৃষ্টিশীল প্লেমেকার হিসেবেও সেরা। তিনি লা লিগা (১৬৩) এবং কোপা আমেরিকার (১১) ইতিহাসের সর্বোচ্চ গোলে সহায়তাকারীর রেকর্ডেরও মালিক। জাতীয় দল এবং ক্লাবের হয়ে তিনি [[সবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকা|৬০০-এর অধিক]] পেশাদার গোল করেছেন। জাতীয় দলে তার কোনো মেজর ট্রফি নেই।