সৌরজগৎ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৪৯ নং লাইন:
 
 
== শব্দাবলীআবিষ্কারসংজ্ঞাঅভিযান ==
{{main|সৌরজগৎ আবিষ্কার ও অভিযান}}
[[চিত্র:UpdatedPlanets2006.jpg|right|300px|thumb|সৌর জগতের গ্রহ ও বামন গ্রহসমূহ। আকার স্কেল অনুসারে আছে, তবে সূর্য থেকে দূরত্বের কোন স্কেল নেই]]
[[File:Heliocentric.jpg|thumb|upright|কোপারনিকাসীয় মডেলের [[আন্দ্রেয়াস সেলারিয়াস]] অঙ্কিত অলংকরণ, ''হারমোনিয়া ম্যাক্রোকসমিকা'' (১৬৬০) থেকে|alt=]]
সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণরত বস্তুগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: [[গ্রহ]], [[বামন গ্রহ]] এবং [[ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু]]।
সভ্যতার ইতিহাসে অধিকাংশ সময় জুড়েই মানবজাতি সৌরজগৎ সম্পর্কে নানা ভ্রান্ত ধারণা পোষণ করে এসেছিল। [[পরবর্তী মধ্যযুগ]] ([[রেনেসাঁ]] পর্যায়) পর্যন্ত প্রচলিত বিশ্বাস ছিল যে, পৃথিবী [[মহাবিশ্ব|মহাবিশ্বের]] কেন্দ্রস্থলে স্থির হয়ে রয়েছে এবং বিন্যাসগত দিক থেকে সেটির সঙ্গে আকাশে সঞ্চরণশীল দিব্য অথবা বায়বীয় বস্তুগুলির বিশেষ পার্থক্য রয়েছে। [[প্রাচীন গ্রিস|প্রাচীন গ্রিক]] দার্শনিক [[সামোসের অ্যারিস্টারকাস|অ্যারিস্টারকাস]] সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ড-বিন্যাসের কথা চিন্তা করলেও [[নিকোলাস কোপারনিকাস|নিকোলাস কোপারনিকাসই]] প্রথম [[সূর্যকেন্দ্রিক]] গ্রহব্যবস্থার গাণিতিক প্রমাণ উপস্থাপন করেন।<ref>{{cite magazine|title= The astronomical system of Copernicus|author=WC Rufus|magazine=[[Popular Astronomy (US magazine)|Popular Astronomy]]|volume=31|page=510|date= 1923|bibcode=1923PA.....31..510R}}</ref><ref>{{cite book |title=Copernicus, Darwin, & Freud: revolutions in the history and philosophy of science |first=Friedel |last=Weinert |publisher=[[Wiley-Blackwell]] |date=2009 |page=21 |isbn=978-1-4051-8183-9}}</ref>
 
সপ্তদশ শতাব্দীতে [[গ্যালিলিও গ্যালিলেই]] প্রথম [[সৌরকলঙ্ক]] ও [[বৃহস্পতি (গ্রহ)|বৃহস্পতির]] [[গ্যালিলিয়ান উপগ্রহ|চারটি প্রাকৃতিক উপগ্রহ]] আবিষ্কার করেন। <ref>{{cite web |title=Galileo Galilei (1564–1642) |author=Eric W. Weisstein |work=Wolfram Research |year=2006 |url=http://scienceworld.wolfram.com/biography/Galileo.html |accessdate=27 October 2010}}</ref> তাঁর পদাঙ্ক অনুসরণ করে [[ক্রিস্টিয়ান হিউজেনস]] আবিষ্কার করেন [[শনি (গ্রহ)|শনির]] উপগ্রহ [[টাইটান (প্রাকৃতিক উপগ্রহ)|টাইটান]] ও [[শনির বলয়|শনির বলয়ের]] বিশেষ আকৃতিটি।<ref>{{cite web |title=Discoverer of Titan: Christiaan Huygens |work=ESA Space Science |year=2005 |url=http://www.esa.int/esaSC/SEMJRT57ESD_index_0.html |accessdate=27 October 2010}}</ref> ১৭০৫ সালে [[এডমন্ড হ্যালি]] উপলব্ধি করেন, [[হ্যালির ধূমকেতু|একটি বিশেষ ধূমকেতুই]] প্রতি ৭৫-৭৬ বছর অন্তর ফিরে আসে। এইভাবেই প্রথম প্রমাণিত হয় যে, গ্রহ ছাড়া অন্য মহাজাগতিক বস্তুও সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে।<ref>{{cite web |title=Comet Halley |work=University of Tennessee |url=http://csep10.phys.utk.edu/astr161/lect/comets/halley.html |accessdate=27 December 2006}}</ref> এই সময়েই সৌরজগৎ শব্দের [[ইংরেজি ভাষা|ইংরেজি]] "সোলার সিস্টেম" ("Solar System") প্রতিশব্দটি প্রথম চালু হয়।<ref>{{cite web |title=Etymonline: Solar System |url=http://www.etymonline.com/index.php?search=solar+system&searchmode=none |accessdate=24 January 2008}}</ref> ১৮৩৮ সালে [[ফ্রেডরিখ বেসেল]] সফলভাবে একটি [[নাক্ষত্রিক লম্বন দৃষ্টিভ্রম]] পরিমাপ করেন। এই দৃষ্টিভ্রমটির কারণ সূর্য-প্রদক্ষিণকালে পৃথিবীর গতির মাধ্যমে সৃষ্ট একটি নক্ষত্রের আপাত স্থানান্তর। এই পরিমাপটি ছিল সূর্যকেন্দ্রিকতাবাদের প্রথম প্রত্যক্ষ পরীক্ষামূলক প্রমাণ।<ref>{{cite web|url=https://cosmology.carnegiescience.edu/timeline/1838|title=1838: Friedrich Bessel Measures Distance to a Star|publisher=Observatories of the Carnegie Institution for Science|access-date=22 September 2018}}</ref> বর্তমানে পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের উন্নতি এবং [[মনুষ্যবিহীন মহাকাশযান|মনুষ্যবিহীন মহাকাশযানের]] ব্যবহারের ফলে সূর্য-প্রদক্ষিণকারী অন্যান্য জ্যোতিষ্কগুলিকে বিস্তারিতভাবে অনুসন্ধান করা সম্ভব হয়েছে।
[[গ্রহ]] সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান এমন একটি বস্তু , ক) যার নিজেকে গোলকীয় আকারে পরিণত করার মত যথেষ্ট পরিমাণ ভর রয়েছে এবং খ) যা তার নিকটতম প্রতিবেশে অবস্থিত সব ক্ষুদ্র বস্তুকে অপসারণ করেছে। এখন পর্যন্ত জানা তথ্যমতে মোট আটটি গ্রহ রয়েছে, এদের নাম পূর্বেই উল্লেখ করা হয়েছে। ২০০৬ সালে [[২৪শে আগস্ট]] [[ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন]] গ্রহের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করেছে। এর পূর্বে প্লুটোসহ সৌরজগতে নয়টি গ্রহ ধরা হত। এই নতুন সংজ্ঞার আওতায় প্লুটোকে বামন গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। দেখুন: [[গ্রহের নতুন সংজ্ঞা]]। <ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল=http://news.bbc.co.uk/1/hi/magazine/4737647.stm | শিরোনাম=Farewell Pluto? | শেষাংশ=Akwagyiram | প্রথমাংশ=Alexis | প্রকাশক=BBC News | তারিখ=[[2005-08-02]] | সংগ্রহের-তারিখ=2006-03-05}}</ref>
{{wide image|Solar-System.pdf|900px|'''সৌরজগতের সামগ্রিক চিত্র।''' সূর্য, গ্রহ, বামন গ্রহ ও প্রাকৃতিক উপগ্রহসমূহ সেগুলির আপেক্ষিক আকার অনুযায়ী ক্রমপরম্পরায় প্রদর্শিত, দূরত্ব অনুযায়ী নয়। নিচে পৃথকভাবে দূরত্বের পরিমাপ দেওয়া হয়েছে। প্রাকৃতিক উপগ্রহগুলি সংশ্লিষ্ট গ্রহের নিকট সেগুলির কক্ষপথের নৈকট্যের হিসাব অনুযায়ী প্রদর্শিত; শুধুমাত্র বৃহত্তম উপগ্রহগুলিই চিত্রিত হয়েছে।}}
 
একটি বামন গ্রহকে তার নিকটতম প্রতিবেশে অবস্থিত অন্য কোনও জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকে অপসারণ করতে হয় না। গ্রহের সাথে এটিই কেবল তার পার্থক্য। বর্তমানে তিনটি বামন গ্রহ পাওয়া গেছে যাদের নাম পূর্বেই উল্লেখ করা হয়েছে। আরও যে বস্তুগুলো বামন গ্রহের মর্যাদা পেতে পারে তারা হল: [[৯০৩৭৭ সেডনা]], [[৯০৪৮২ অরকাস]] এবং [[৫০০০০ কুয়াওয়ার]]। ১৯৩০ সালে আবিষ্কারের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত প্লুটো সৌরজগতের নবম গ্রহ হিসেবে চিহ্নিত হত। কিন্তু অধুনা সৌরজগতে প্লুটোর মতো অনেক বস্তু আবিষ্কৃত হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য [[এরিস (বামন গ্রহ)|এরিস]] যা প্লুটোর চেয়ে আকারে সামান্য ছোট।
 
সৌরজগতে অবশিষ্ট যে বস্তুগুলো রয়েছে তা হল: [[ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু]] বা এসএসএসবি (small solar system bodies)। [[প্রাকৃতিক উপগ্রহ]] বা [[চাঁদ]] হল সে সকল বস্তু যারা সূর্যের পরিবর্তে গ্রহ, বামন গ্রহ বা বিভিন্ন ক্ষুদ্র বস্তুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায়।
 
সূর্য থেকে একটি গ্রহের দূরত্বে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়। সূর্য থেকে কোন গ্রহের ন্যুনতম দূরত্বকে বলা হয় [[অনুসূর]] (perihelion) এবং বৃহত্তম দূরত্বকে বলা হয় [[অপসূর]]। সৌর জগতে অভ্যন্তরে বিভিন্ন দূরত্ব পরিমাপ করার জন্য জ্যোতির্বিজ্ঞানীরা সাধারণত [[জ্যোতির্বৈজ্ঞানিক একক]] (astronomical unit - AU) ব্যবহার করেন। এক ''জ্যোতির্বৈজ্ঞানিক একক'' হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যার মান প্রায় ১৪৯,৫৯৮,০০০ কিমি (৯৩,০০০,০০০ মাইল)। প্লুটো সূর্য থেকে প্রায় ৩৮ এইউ দূরত্বে অবস্থিত আর সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫.২ এইউ। এক [[আলোক বর্ষ]] (জ্যোতির্বিজ্ঞানে সবচেয়ে বেশি ব্যবহৃত একক) সমান প্রায় ৬৩,২৪০ এইউ। মাঝেমাঝে সৌর জগতকে বিভিন্ন অভ্যন্তরীন অংশে বিভক্ত করা হয়। ''অন্তঃ সৌরজগতের'' মধ্যে রয়েছে চারটি পার্থিব গ্রহ এবং প্রধান গ্রহাণু বেষ্টনী। কেউ কেউ ''বহিঃ সৌরজগৎ'' শব্দটিও ব্যবহার করেন। এর মধ্যে থাকে গ্রহাণুর বাইরে অবস্থিত সবকিছু। <ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=An Overview of the Solar System|লেখক=nineplanets.org|ইউআরএল=http://www.nineplanets.org/overview.html|সংগ্রহের-তারিখ=2007-02-15}}</ref> অন্যরা এটিকে নেপচুনের বাইরে অবস্থিত একটি অঞ্চল হিসেবে চিহ্নিত করে। আর চারটি গ্যাসীয় দানব নিয়ে ''মধ্য অঞ্চল'' নামে একটি আলাদা অঞ্চলের কল্পনা করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি| শিরোনাম= New Horizons Set to Launch on 9-Year Voyage to Pluto and the Kuiper Belt|লেখক=Amir Alexander
|কর্ম=The Planetary Society|বছর=2006|ইউআরএল=http://www.planetary.org/news/2006/0116_New_Horizons_Set_to_Launch_on_9_Year.html|সংগ্রহের-তারিখ=2006-11-08}}</ref>
 
== গড়ন ও কাঠামো ==