|
|
| box_width =
}}
স্যার '''নীলরতন সরকার''' ([[১ অক্টোবর]] ১৮৬১ - [[১৮ মে]] ১৯৪৩ ) ({{lang-en|Nil Ratan Sircar}}) একজন বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ । তিনি বহু শিক্ষাসংস্থা এবং গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং এগুলি স্থাপনে সহযোগিতা করেছিলেন । তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন এবং শিল্পস্থাপনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন । ১৮৮৮ খ্রিষ্টাব্দে নীলরতন পূর্ববঙ্গের এক [[ব্রাহ্ম]] ধর্মপ্রচারক গিরিশচন্দ্র মজুমদারের মেয়ে নির্মলাকে বিবাহ করেন।
== জন্ম ও পরিবার ==
চব্বিশ পরগণার নেতড়াতে ১৮৬১ খ্রিষ্টাব্দের [[১ অক্টোবর]] তিনি জন্মগ্রহণ করেন । তার আদি নিবাস [[যশোহর]]। তার পিতার নাম নন্দলাল সরকার । নন্দলাল সরকার যশোরের একটি দরিদ্র কায়স্থ পরিবারের মানুষ ছিলেন । তিনি পরবর্তী কালে [[জয়নগর|জয়নগরে]] থাকতে আরম্ভ করেন । বিখ্যাত শিশুসাহিত্যিক [[যোগীন্দ্রনাথ সরকার]] নীলরতন সরকারের ভাই । <ref name=ss>সংসদ বাঙালি চরিতাভিধান - প্রথম খণ্ড - সাহিত্য সংসদ {{আইএসবিএন|81-85626-65-0}}</ref>
== শিক্ষা ==
|