ডোমার উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৩৯ নং লাইন:
 
== প্রশাসনিক এলাকা ==
ডোমার উপজেলা ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ইউনিয়নগুলো হল [[ডোমার সদর ইউনিয়ন]], [[বোড়াগাড়ী ইউনিয়ন]], [[জোড়াবাড়ী ইউনিয়ন]], [[বামুনিয়া ইউনিয়ন]], [[পাংগা মটকপুর ইউনিয়ন]], [[সোনারায় ইউনিয়ন, ডোমার|সোনারায় ইউনিয়ন]], [[হরিণচড়া ইউনিয়ন]], [[ভোগডাবুড়ী ইউনিয়ন]], [[কেতকীবাড়ী ইউনিয়ন]] ও [[গোমনাতি ইউনিয়ন]]। ১৮৭৫ সালে ডোমার থানা স্থাপনের পর ১৯৮৪ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়। সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। তিনিই উপজেলার প্রশাসনিক প্রধান। এছাড়া, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন উপজেলা চেয়ারম্যান জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে মোঃ তোফায়েল আহমেদ ডোমার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ডোমার উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় একটি থানা বা পুলিশ স্টেশন ও একটি পুলিশ ফাড়ি রয়েছে। এছাড়া একটি করে আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিসের কার্যালয় রয়েছে।
 
== ইতিহাস ==