সনথ কালুপেরুমা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
৩ নং লাইন:
| image =
| caption =
| fullname = সনথ মোহন সিলভা কালুপারুমাকালুপেরুমা
| nickname =
| birth_date = ২২ অক্টোবর, ১৯৬১
৬৯ নং লাইন:
}}
 
'''সনথ মোহন সিলভা কালুপেরুমা''' ({{lang-si|සනත් කලුපෙරුම}}; জন্ম: [[২২ অক্টোবর]], ১৯৬১) কলম্বো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার। [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কা ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৮৪ থেকে ১৯৮৮ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে [[Bloomfield Cricket and Athletic Club|ব্লুমফিল্ড ক্রিকেট ও অ্যাথলেটিক ক্লাবের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতি অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন সনথ কালুপেরুমা।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৮৩-৮৪ মৌসুম থেকে ১৯৮৮-৮৯ মৌসুম পর্যন্ত সনথ কালুপেরুমা’র [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করলেও নিজেকে এ পর্যায়ের ক্রিকেটের সাথে তাল মেলাতে হিমসিম খান। সমসাময়িক পর্যায়ে শ্রীলঙ্কা দলে খেলোয়াড়দের যোগ্যতা ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ খেলোয়াড়দের অনুসন্ধান করছিল দল নির্বাচকমণ্ডলী। অনূর্ধ্ব-২৩ দলে চমকপ্রদ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে জাতীয় দলে খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও দুইটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন সনথ কালুপেরুমা। ৯ মার্চ, ১৯৮৪ তারিখে ক্যান্ডিতে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১২ ফেব্রুয়ারি, ১৯৮৮ তারিখে পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটা ঐ টেস্টে তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন। তবে, আশানুরূপ খেলতে ব্যর্থ হন। বল হাতে নিয়ে অফ স্পিন বোলিংয়ে ২/১৭ বোলিং পরিসংখ্যান গড়েন। সিরিজের তিন টেস্টের সবকটিতেই অংশ নেন তিনি। কিন্তু অংশগ্রহণকৃত ছয় ইনিংসে একবারের জন্যেও ৩০ রানের কোটা অতিক্রম করতে ব্যর্থ হয়েছিলেন। প্রায় চার বছর পর পুণরায় জাতীয় দলে খেলার জন্যে আহুত হন। তবে, আঘাতের কারণে এ সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি তিনি।
 
== তথ্যসূত্র ==