ডিমলা উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৫১ নং লাইন:
ডিমলা উপজেলার ভৌগলিক অবস্থান {{স্থানাঙ্ক|}}। [[নীলফামারী জেলা]]ধীন উত্তর সীমান্তবর্তী একটি অবহেলিত উপজেলা। এর মোট আয়তন ৩২৬.৮০ বর্গ কিলোমিটিার। পুরো উপজেলাটি বালুকাময় অনুর্বর ভূমি দ্বারা গঠিত। ভৌগলিকভাবে ডিমলা উপজেলার মাটি বেলে দোআশ, যাতে বালুর পরিমানই বেশি। ডিমলা উপজেলার কেন্দ্র হতে দক্ষিণে ডোমার উপজেলার সদর, দক্ষিণ-পশ্চিমে নীলফামারী জেলার সদর এবং দক্ষিণ-পূর্বে জলঢাকা উপজেলার সদর অবস্থিত। উপজেলার উত্তরে ভারতের কুচবিহার জেলা, পূর্বে [[লালমনিরহাট জেলা]]র [[হাতীবান্ধা উপজেলা]], দক্ষিণে [[জলঢাকা উপজেলা]] ও পশ্চিমে [[ডোমার উপজেলা]]।
 
ডিমলা উপজেলার পূর্ব দিক দিয়ে [[তিস্তা নদী]] প্রবাহিত হয়েছে। এটি উপজেলার কালীগঞ্জ মৌজা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, ডিমলা উপজেলার ৫ টি ইউনিয়নের আংশিক এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মধ্যবর্তী স্থান দিয়ে [[কুমলাল-নাউতারা নদী|নাউতারা নদী]], পশ্চিমপশ্চিমে প্রান্তেডোমার ডিমলা উপজেলা সীমানা বরাবর [[বুড়ি তিস্তা নদী]] প্রবাহিত।প্রবাহিত তিস্তাহয়েছে। নদীএছাড়াও ধুম, উপজেলারসিংগাহারা নামে টিআরও ইউনিয়নেরকিছু আংশিকছোট এলাকার উপরমৌসুমি দিয়েনদী প্রবাহিত।রয়েছে। দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প [[তিস্তা সেচ প্রকল্প]] এ উপজেলায় বিদ্যমান। এছাড়া বুড়িতিস্তাজলঢাকা নদীতেওউপজেলায় একটিঅবস্থিত বুড়ীতিস্তা ক্ষুদ্র সেচ প্রকল্পপ্রকল্পের একটি খাল ডিমলা উপজেলার রয়েছে।
 
[[File:Teesta river from Teesta Bridge of Bangladesh (01.03.2019) .jpg|thumb|ডিমলা উপজেলার পূর্ব দিকে তিস্তা নদী]]
ডিমলা উপজেলায় [[তিস্তা নদী]], [[কুমলাল-নাউতারা নদী]], [[বুড়িতিস্তা নদী]], ও [[ধুম নদী]] রয়েছে।
 
== ভূপ্রকৃতি ==