এ্যানেট সুসানা এ্যাক্রয়েড বেভারীজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩ নং লাইন:
| image = Annette Akroyd.jpg
| image_size = 200px
| caption = [[হিন্দু মহিলা বিদ্যালয়]], [[১৮৭৫]] সালে ছাত্রীগণের সঙ্গে এ্যানেট এ্যাক্রয়েড।
| birth_date = [[১৮৪২]]
| birth_place = [[স্টাউরব্রীজ]], [[ওরচেস্টারশায়ার]], [[ইংল্যান্ড]]
| death_date = ১৯২৯
১২ নং লাইন:
}}
 
'''এ্যানেট সুসানা এ্যাক্রয়েড বেভারীজ''' ([[১৮৪২]] - ১৯২৯) ( যিনি '''এ্যানেট এ্যাক্রয়েড''' নামে অধিক পরিচিত) বাংলার নারী শিক্ষা সংস্কার কাজের জন্য এবং প্রাচ্যবিশারদ হিসেবে বিখ্যাত ছিলেন।<ref name="Banglapedia">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = http://banglapedia.search.com.bd/HT/B_0437.htm | শিরোনাম = বেভারীজ,এ্যানেট সুসানা এ্যাক্রয়েড | সংগ্রহের-তারিখ = 2007-04-18 | শেষাংশ = আমিন | প্রথমাংশ = সোনিয়া | কর্ম = বাংলাপেডিয়া | প্রকাশক = এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ | আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20070422155327/http://banglapedia.search.com.bd/HT/B_0437.htm | আর্কাইভের-তারিখ = ২০০৭-০৪-২২ | অকার্যকর-ইউআরএল = হ্যাঁ }}</ref> তার পুত্র [[উইলিয়ম বেভারীজ|লর্ড উইলিয়ম বেভারীজ]] একজন খ্যাতনাম ব্রিটিশ অর্থনীতিবিদ।
 
== প্রাথমিক জীবন ==
তিনি [[ইংল্যান্ডের]] [[ওরচেস্টারশায়ারের]] [[স্টাউরব্রীজের]] একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। এ্যানেট তার যুগে মেয়েদের জন্য লভ্য শিক্ষার মধ্যে সর্বোচ্চ শিক্ষা লাভ করেন। তিনি [[১৮৬০]] সাল থেকে [[১৮৬৩]] সাল পর্যন্ত লন্ডনের বেডফোর্ড কলেজে লেখাপড়া করেন। শিক্ষা গ্রহণের শেষে তিনি কিছুদিন কাজ করেন। এ সময় তিনি [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] [[কেশবচন্দ্র সেন|কেশবচন্দ্র সেনের]] বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বাংলার নারী শিক্ষা উন্নয়নের জন্য [[১৮৭৩]] সালে ভারতের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।<ref name = "Banglapedia"/> তার ভারতে আসার আগেই, [[মেরি অ্যান কুক]] ও [[মেরি কার্পেন্টার]] ভারতে এসেছিলেন এবং [[বেথুন]] [[১৮৪৯]] সালে মহিলাদের জন্য [[বেথুন স্কুল]] স্থাপন করেছিলেন <ref name="চরিতাভিধান-৩৬৬">সুবোধ চন্দ্র বসু ও অঞ্জলি বসু ( সম্পাদনা ),'' সংসদ বাঙ্গালি চরিতাভিধান-চতুর্থ সংস্করণ,প্রথম খন্ড, p ৩৬৬, {{আইএসবিএন|81-85626-65-0}}''</ref> কিন্তু এই বিদ্যালয় ছাত্রীদের সেই ভাবে আকর্ষণ করেতে পারেনি।
 
== ভারতের প্রতি আগ্রহ ==
 
== নারী শিক্ষা সংস্কার ==
পরবর্তীসময়ে তিনি বিখ্যাত বঙ্গীয় ব্রাহ্ম সংস্কারকের সাথে কলহে জড়িয়ে পড়েন এবং জনজীবন থেকে অবসর গ্রহণ করেন। [[১৮৭৩]] সালের নভেম্বর মাসে তার প্রচেষ্টার ফলে কলকাতায় ১২ জন ছাত্রী নিয়ে [[হিন্দু মহিলা বিদ্যালয়]] (পরবর্তীতে নাম হয় [[বঙ্গ মহিলা বিদ্যালয়]]) প্রতিষ্ঠিত হয়। এ্যানেটের কঠোর তত্ত্বাবধানে স্কুলটি পশ্চিমা ধাঁচে পরিচালিত হচ্ছিল। [[১৮৭৫]] সালের [[৬ এপ্রিল]] এ্যানেট তার পরিকল্পনায় হতাশ হয়ে বারাসাতে কর্মরত আই.সি.এস সদস্য [[হেনরী বেভারীজ|হেনরী বেভারীজকে]] বিয়ে করেন এবং স্কুলটির প্রশাসনিক কর্তৃত্ব প্রগতিশীল ব্রাহ্ম সমাজের কাছে হস্তান্তর করেন। স্কুলটি কিছুদিন বন্ধ থাকার পর [[১৮৭৬]] সালে [[বাংলা মহিলা বিদ্যালয়]] নামে পুনরায় চালু হয়। [[১৮৭৮]] সাল নাগাদ [[বেথুন কলেজ]] প্রতিষ্ঠার জন্য স্কুলটিকে [[বেথুন স্কুল|বেথুন স্কুলের]] সাথে সংযুক্ত করা হয়।তার বিয়ের পর বাংলা নারী শিক্ষা সংস্কার আন্দোলন একজন যোগ্য নেতৃত্ব হারায়। এ্যানেট একজন জেলা জজের স্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যস্ত জীবন কাটালেও সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হন। এ মর্যাদায় তিনি বর্তমান বাংলাদেশ এবং ভারতের বাংলা ও বিহারে ভ্রমণ করে সময় কাটান।
 
== প্রাচ্যবিশারদ ==