তারকনাথ গঙ্গোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মাধব পি (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
'''তারকনাথ গঙ্গোপাধ্যায়''' (৩১ অক্টোবর, [[১৮৪৫]] - ২২ সেপ্টেম্বর, [[১৮৯১]]) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক।<ref name=":1">{{বই উদ্ধৃতি|শিরোনাম=A Dictionary of Indian Literature: Beginnings-1850|শেষাংশ=Sujit Mukherjee|প্রথমাংশ=|প্রকাশক=Orient Blackswan|বছর=1998|আইএসবিএন=|অবস্থান=386|পাতাসমূহ=}}</ref>
 
== প্রারম্ভিক জীবন ==
৫ নং লাইন:
 
== সাহিত্য ==
তার রচিত ''[[স্বর্ণলতা (উপন্যাস)|স্বর্ণলতা]]'' উপন্যাসটিতে প্রথম গ্রামের গরিব ভদ্র বাঙালির সাংসারিক সুখদুঃখের অনুজ্জ্বল জীবনের পরিচয় পাওয়া যায়। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় একটি পত্রিকায়। পরে এটি [[১৮৭৪]] খ্রীষ্টাব্দে বই আকারে প্রকাশিত হয়। ''স্বর্ণলতা'' ছিল একটি অত্যন্ত সরল রচনা। এই উপন্যাসটি [[রাজশাহী]]<nowiki/>র জ্ঞানাঙ্কুর পত্রিকার প্রথম বর্ষে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয় ১২৭৯ বঙ্গাব্দে। [[অমৃতলাল বসু]]<nowiki/>র বসুর নাটক সরলা তার এই উপন্যাস অবলম্বনে তৈরী যা স্টার থিয়েটারে ১৮৮৮ সালে প্রথম অভিনীত হয় ও জনপ্রিয়তা অর্জন করে। [[যশোর জেলা|যশোরে]] অবস্থান করা কালীন নিজে কল্পলতা মাসিক পত্রিকা সম্পাদনা করেছেন।
 
তারকনাথের অন্যান্য উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য ''হরিষে বিষাদ'' এবং ''অদৃষ্ট'' (১২৯৮ বঙ্গাব্দ) । তার একটি গল্পের বই ''তিনটি গল্প'' প্রকাশিত হয় ১২৯৫ বঙ্গাব্দে । এই সমস্ত রচনায় লেখকের নিজস্ব অভিজ্ঞতা প্রকাশিত হয়েছিল। তার অসমাপ্ত উপন্যাসটির নাম বিধিলিপি।<ref name=":1" />