আজিম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৪ নং লাইন:
}}
 
'''আজিম''' নামে সুপরিচিত '''নূরুল আজিম খালেদ রউফ''' ([[২৩ জুলাই]] [[১৯৩৭]] - [[২৬ মার্চ]] ২০০৩)<ref name="খোকন">খোকন, লিয়াকত হোসেন, ''রোমান্টিক আজিম''।</ref> ছিলেন একজন বাংলাদেশী অভিনেতা। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে লোককাহিনী নির্ভর ও প্রণয়ধর্মী চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেন। ১৯৬০ সালে [[এহতেশাম]] পরিচালিত ''[[রাজধানীর বুকে]]'' চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার বড় পর্দায় আত্মপ্রকাশ হয়। প্রধান অভিনেতা হিসেবে তার প্রথম চলচ্চিত্র মুস্তাফিজের উর্দু ভাষার ''পায়েল''। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ''হারানো দিন'' (১৯৬২), ''ডাকবাবু'' (১৯৬৬), ''সাইফুল মুল্‌ক্‌ বদিউজ্জামাল'' (১৯৬৭), ''[[সাত ভাই চম্পা (১৯৬৮-এর চলচ্চিত্র)|সাত ভাই চম্পা]]'' (১৯৬৮) এবং ''ভানুমতি'' (১৯৬৯)। পরবর্তীকালে তিনি ''টাকার খেলা'' (১৯৭৪) চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রসমূহ হল ''প্রতিনিধি'', ''জীবন মরণ'', ''বদলা'', ''গাদ্দার'', এবং ''দেবর ভাবী''।
 
==প্রারম্ভিক জীবন==
'https://bn.wikipedia.org/wiki/আজিম' থেকে আনীত