জন গিলগুড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২০ নং লাইন:
}}
 
'''স্যার আর্থার জন গিলগুড''' {{postnominals|country=GBR|OM|CH}} ({{lang-en|Arthur John Gielgud}}, {{IPAc-en|ˈ|ɡ|iː|l|ɡ|ʊ|d}}; [[১৪ এপ্রিল]] ১৯০৪ - [[২১ মে]] ২০০০) ছিলেন একজন ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক। তার কর্মজীবনের ব্যাপ্তি ছিল আট দশক। [[রাফ রিচার্ডসন]] ও [[লরন্স অলিভিয়ে]]র সাথে তিনি তিনজন অভিনেতার একজন, যিনি বিংশ শতাব্দীর বেশির ভাগ সময় ব্রিটিশ মঞ্চে কর্তৃত্ব স্থাপন করেছিলেন। টেরি পরিবারের সদস্য গিলগুড ১৯২২ সালে ফিলিস নেলসন-টেরি কোম্পানিতে তার প্রথম অভিনয়ের সুযোগ পান। [[রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট|রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে]] মঞ্চ বিষয়ে পড়াশুনার পর তিনি ১৯২৯ থেকে ১৯৩১ সাল পর্যন্ত শেকসপিয়রীয় নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন।
 
গিলগুড তার কর্মজীবনের প্রথমার্ধে চলচ্চিত্রকে তেমন গুরুত্বের সাথে নেননি। যদিও তিনি ১৯২৪ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন এবং ''[[দ্য গুড কম্প্যানিয়ন্স (১৯৩৩-এর চলচ্চিত্র)|দ্য গুড কম্প্যানিয়ন্স]]'' (১৯৩৩) ও ''[[জুলিয়াস সিজার (১৯৫৩-এর চলচ্চিত্র)|জুলিয়াস সিজার]]'' (১৯৫৩) চলচ্চিত্র দিয়ে সাফল্য অর্জন করেন, তিনি ষাটের দশকের পূর্বে চলচ্চিত্র নিয়মিত হননি। গিলগুড ১৯৬৪ সালে ''[[বেকেট (১৯৬৪-এর চলচ্চিত্র)|বেকেট]]'' চলচ্চিত্রে [[ফ্রান্সের সপ্তম লুই|সপ্তম লুই]] চরিত্রের জন্য তার প্রথম [[একাডেমি পুরস্কার|একাডেমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। এরপর ১৯৯৮ সালে ''[[এলিজাবেথ (চলচ্চিত্র)|এলিজাবেথ]]'' চলচ্চিত্র পর্যন্ত ষাটের বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮১ সালে ''[[আর্থার (১৯৮১-এর চলচ্চিত্র)|আর্থার]]'' চলচ্চিত্রে হবসন চরিত্রে অভিনয়ের জন্য [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার]] লাভ করেন। তার চলচ্চিত্রের কর্মজীবনে তিনি একটি [[গোল্ডেন গ্লোব পুরস্কার]] ও দুটি [[বাফটা পুরস্কার]] লাভ করেন।