সুজাতা মোহন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কর্মজীবন
→‎কর্মজীবন: সম্প্রসারণ
৩৭ নং লাইন:
 
তামিল ভাষা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ''কবিকুয়িল'' (১৯৭৭) চলচ্চিত্রে "কাধল অবিয়ম কান্ডেই" গান গাওয়ার মধ্য দিয়ে। [[ইলাইয়ারাজা]]র সুরে হামির কল্যাণী রাগের এই গানটি চলচ্চিত্রে অন্তর্ভুক্ত হয়নি। তার প্রথম প্রকাশিত তামিল গান হল ''গায়ত্রী'' (১৯৭৮) চলচ্চিত্রের "কালাই পানিয়িল"। ইলাইয়ারাজার সুরকৃত গানটিতে [[শ্রীদেবী]] ও [[রজনীকান্ত]]কে পর্দায় দেখা যায়। তিনি পরবর্তী কালে ইলাইয়ারাজার সুরে ''জনি'' (১৯৮০) ও ''ইলামাই কলঙ্গল'' চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। ১৯৮১ সালে বিবাহোত্তর তিনি নেপথ্য সঙ্গীত থেকে সাময়িক বিরতি নেন। ১৯৮৮ সালে তিনি ''কাডাতানাডান আম্বাডি'' দিয়ে ফিরে আসেন, এবং পরবর্তী ''চিত্রম'' (১৯৮৮) চলচ্চিত্রের গানগুলিও হিট তকমা লাভ করে।
 
১৯৮০-এর দশকের শেষভাগ থেকে তিনি [[এ আর রহমান]]ের সুরে কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গলে কাজ করেন, তন্মধ্যে রয়েছে প্রিমিয়ার কুকার ও টিল্ডা রাইসের বিজ্ঞাপন। পরে তিনি রহমানের সুরে [[মণি রত্নম]]ের ১৯৯২ সালের চলচ্চিত্র ''[[রোজা (চলচ্চিত্র)|রোজা]]''-তে "পুদু বেল্লাই মাজাই" গানে কণ্ঠ দেন, যা ভারতের অন্যতম হিট একটি গান। এছাড়া তিনি "কাধল রোজা" গানের নেপথ্যেও কণ্ঠ দেন। এই সাফল্যের ধারাবাহিকতায় ১৯৯০-এর দশক জুড়ে তিনি রহমানের সুরে আরও কয়েকটি তামিল চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন, সেগুলো হল ''পুদিয়া মুগম'' (১৯৯৩), ''জেন্টলম্যান'' (১৯৯৩), ''জিন্স'' ও ''মিন্সার কনবু'' (১৯৯৭)। ''পুদিয়া মুগম''-এর "নেত্রু ইলাতা মাত্রম" ও ''জেন্টলম্যান'' চলচ্চিত্রের "এন বিতিল তোট্টাতিল" গানে এবং ''মিন্সার কনবু'' চলচ্চিত্রের "পু পুকুম ওসাই" গানে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে [[তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার]] অর্জন করেন।<ref>{{cite web|url=http://www.dinakaran.com/cinema/english/awards/1996awards.htm |title=1996 State Awards |publisher=দীনকারণ |accessdate=৯ মার্চ ২০২০ |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20080522211531/http://www.dinakaran.com/cinema/english/awards/1996awards.htm |archivedate=May 22, 2008 }}</ref>
 
তিনি রহমানের সুরে কয়েকটি হিন্দি গানও রেকর্ড করেছেন, তন্মধ্যে রয়েছে ''তিরুদা তিরুদা'' চলচ্চিত্রের "তি তি" গানের হিন্দি সংস্করণ "দিল হ্যায় সনম", ''[[আর্থ (১৯৯৮-এর চলচ্চিত্র)|আর্থ]]'' (১৯৯৮)-এর "ঈশ্বর আল্লাহ", ''[[তাল (চলচ্চিত্র)|তাল]]'' (১৯৯৯)-এর "ইশ্‌ক বিনা", ও ''[[পুকার (২০০০-এর চলচ্চিত্র)|পুকার]]'' (২০০০)-এর "হ্যায় জানা" গানে এবং ''[[কভি না কভি]]'' (১৯৯৮)-এর "তুম হো মেরি নিগাহোঁ" গানের নেপথ্যে কণ্ঠ দেন।
 
==তথ্যসূত্র==