সুজাতা মোহন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
প্রারম্ভিক জীবন
কর্মজীবন
৩২ নং লাইন:
 
তিনি ১৯৮১ সালের ৯ই মে ডাক্তার কৃষ্ণ মোহনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।<ref>{{cite web |url=http://www.newindianexpress.com/entertainment/malayalam/article529063.ece |title= Married to a singer |date= 28 May 2012|website=নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস|access-date=৮ মার্চ ২০২০}}</ref> তাদের একমাত্র কন্যা [[শ্বেতা মোহন]] একজন সঙ্গীতশিল্পী।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শেষাংশ1=পৈতন্দি |প্রথমাংশ1=প্রিয়দর্শিনী |শিরোনাম=On the same wavelength |ইউআরএল=https://www.thehindu.com/features/friday-review/music/On-the-same-wavelength/article11642286.ece |সংগ্রহের-তারিখ=৮ মার্চ ২০২০ |কর্ম=[[দ্য হিন্দু]] |তারিখ=১৩ আগস্ট ২০১০ |ভাষা=en-IN}}</ref>
 
==কর্মজীবন==
সুজাতা ১৯৭০-এর দশকে [[কে জে যেসুদাস]]ের সাথে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে গান গেয়ে খ্যাতি অর্জন করেন। ষষ্ঠ শ্রেণিতে থাকাবস্থায় তিনি তার প্রথম গান "কান্নেজুতি পট্টুতট্টু"-এর রেকর্ড করেন। এম. কে. অর্জুননের সুরায়োজনে গানটি ১৯৭৫ সালের মালয়ালম চলচ্চিত্র ''টুরিস্ট বাংলো''-এর জন্য রেকর্ড করা হয়েছিল। তিনি শ্যামের সুরে ''কমম ক্রোধম মোহম'' এবং [[সলিল চৌধুরী]]র সুরে ''অপরাধী'' চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। এই সময়ে তিনি সুরকার এম. জি. রাধাকৃষ্ণনের সুরে চলচ্চিত্রের বাইরে কয়েকটি গান রেকর্ড করেন, তন্মধ্যে "ওডাক্কুজল বিলি" গানটি হিট তকমা লাভ করে।
 
তামিল ভাষা চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ''কবিকুয়িল'' (১৯৭৭) চলচ্চিত্রে "কাধল অবিয়ম কান্ডেই" গান গাওয়ার মধ্য দিয়ে। [[ইলাইয়ারাজা]]র সুরে হামির কল্যাণী রাগের এই গানটি চলচ্চিত্রে অন্তর্ভুক্ত হয়নি। তার প্রথম প্রকাশিত তামিল গান হল ''গায়ত্রী'' (১৯৭৮) চলচ্চিত্রের "কালাই পানিয়িল"। ইলাইয়ারাজার সুরকৃত গানটিতে [[শ্রীদেবী]] ও [[রজনীকান্ত]]কে পর্দায় দেখা যায়। তিনি পরবর্তী কালে ইলাইয়ারাজার সুরে ''জনি'' (১৯৮০) ও ''ইলামাই কলঙ্গল'' চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। ১৯৮১ সালে বিবাহোত্তর তিনি নেপথ্য সঙ্গীত থেকে সাময়িক বিরতি নেন। ১৯৮৮ সালে তিনি ''কাডাতানাডান আম্বাডি'' দিয়ে ফিরে আসেন, এবং পরবর্তী ''চিত্রম'' (১৯৮৮) চলচ্চিত্রের গানগুলিও হিট তকমা লাভ করে।
 
==তথ্যসূত্র==