দ্য গ্রিন মাইল (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৪ নং লাইন:
| স্টুডিও =
| পরিবেশক = [[ওয়ার্নার ব্রাদার্স]]<br />''(যুক্তরাষ্ট্রের নাট্যাঙ্গন এবং বিশ্বব্যাপী ডিভিডি)''<br />[[ইউনাইটেড ইন্টারন্যাশনাল পিকচার্‌স|ইউআইপি]] / [[ইউনিভার্সাল স্টুডিওস|ইউনিভার্সাল]]<br />''(আন্তর্জাতিক)''
| মুক্তি = [[ডিসেম্বর ১০]], [[১৯৯৯]]
| দৈর্ঘ্য = ১৮৮ মিনিট
| দেশ =
২১ নং লাইন:
| আয় =
}}
'''দ্য গ্রিন মাইল''' [[১৯৯৯]] সালে মুক্তিপ্রাপ্ত [[একাডেমি পুরস্কার|একাডেমি পুরস্কারের]] জন্য মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র। [[১৯৯৬]] সালে প্রকাশিত [[স্টিফেন কিং|স্টিফেন কিংয়ের]] উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করছেন [[ফ্রাংক ড্যারাবন্ট]]। চলচ্চিত্রের মূল চরিত্রে রয়েছেন পল এজেনকম্ব হিসেবে [[টম হ্যাংকস]] এবং জন কফি হিসেবে [[মাইকেল ক্লার্ক ডানকান]]।
 
চলচ্চিত্রটির মূল কাহিনী আবর্তিত হয়েছে ১৯৩০-এর দশকের একজন কারেকশন্‌স কর্মকর্তা জন কফিকে নিয়ে যাকে খুনের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মুখ্য চরিত্র এজেনকম্বের স্মৃতিচারণের মাধ্যমে পুরো কাহিনী দেখানো হয়েছে। এজেনকম্ব বৃদ্ধ বয়সে একটি নার্সিং হোমে দিনাতিপাত করছিল। পুলিশ কর্মকর্তা এজেনকম্ব জেলখানায় জন কফির আগমন থেকেই কাহিনী বলা শুরু করেন এবং বলে যান অধিভৌতিক কাহিনীগুলো।