গ্রাহাম ম্যাকেঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৯২ নং লাইন:
}}
 
'''গ্রাহাম ডগলাস ম্যাকেঞ্জি''' ({{lang-en|Graham McKenzie}}; জন্ম: [[২৪ জুন]], ১৯৪১) [[পার্থ|পার্থের]] কটস্লো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৬১ থেকে ১৯৭১ সময়কালে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছেন তিনি। দলে তিনি মূলতঃ বোলার ছিলেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|লিচেস্টারশায়ার]] ও দক্ষিণ আফ্রিকার [[Gauteng cricket team|ট্রান্সভালের]] প্রতিনিধিত্ব করেছেন তিনি। ১৯৬৫ সালে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃক বর্ষসেরা ক্রিকেটাররূপে মনোনীত হন '''গ্রাহাম ম্যাকেঞ্জি'''। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের পথিকৃৎ [[অ্যালান ডেভিডসন|অ্যালান ডেভিডসনের]] স্থলাভিষিক্ত হন ও পরবর্তীকালে [[ডেনিস লিলি]] তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ম্যাকেঞ্জি মূলতঃ তার পেশীবহুল গড়ন ও চমৎকার ব্যাটিং উপযোগী পীচে উইকেট লাভের দক্ষতার জন্য পরিচিত হয়ে আছেন।