ভারত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৫০৫ নং লাইন:
 
[[চিত্র:BangaloreInfosys.jpg|right|thumb|200px| [[বেঙ্গালুরু|বেঙ্গালুরুতে]] ইনফোসিস গণমাধ্যম কেন্দ্র]]
স্বাধীনোত্তর ভারতকে একটি দরিদ্র রাষ্ট্র বলে বিবেচনা করা হলেও, স্বাধীনতা অর্জনের পাঁচ দশকের মধ্যেই এই দেশ প্রযুক্তিগতভাবে দক্ষিণ এশিয়ার এক মহাশক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। সাক্ষরতার হার ও কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নগরকেন্দ্রের উদ্ভব ভারতের এই প্রযুক্তিগত উত্থানের কারণ। ১৯৭৫ সালে প্রথম কৃত্রিম উপগ্রহ [[আর্যভট্ট (উপগ্রহ)|আর্যভট্টের]] উৎক্ষেপণ, তার পূর্ববর্তী বছরে [[স্মাইলিং বুদ্ধ]] নামে এক ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষণ, দূরসংযোগ ব্যবস্থার উন্নয়ন, পারমানবিকপারমাণবিক চুল্লি ও হোমি জাহাঙ্গির ভাবা পরিচালিত বিএআরসি-এর মতো গবেষণা কেন্দ্রের বিকাশ ভারতের উল্লেখযোগ্য বৈজ্ঞানিক সাফল্য বলে বিবেচিত হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Indian Atomic Research Program |ইউআরএল=http://www.dae.gov.in/res.htm |সংগ্রহের-তারিখ=২১ ফেব্রুয়ারি ২০০৯ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20090201220750/http://www.dae.gov.in/res.htm |আর্কাইভের-তারিখ=১ ফেব্রুয়ারি ২০০৯ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> লো-আর্থ, মেরু ও জিওস্টেশনারি কক্ষপথে উপগ্রহ উৎক্ষেপণের এক দেশীয় প্রযুক্তি উদ্ভাবন করে ভারত। এএসএলভি, পিএসএলভি, জিএসএলভি ও সর্বোপরি [[ইনস্যাট]] কৃত্রিম উপগ্রহ সিরিজগুলি ভারতের সফল মহাকাশ-কর্মসূচির স্বাক্ষর। ২০০৮ সালে চাঁদের মাটিতে অবতীর্ণ হয় প্রথম ভারতীয় মহাকাশযান [[চন্দ্রযান-১]]। চন্দ্রযানের পাঠানো তথ্য থেকে [[নাসা|নাসার]] তত্ত্বাবধানে ব্রাউন ইউনিভার্সিটিতে মুন মিনারেলজি ম্যাপার যন্ত্রে বিস্ময়করভাবে প্রভূত পরিমাণ হাইড্রক্সিল আয়ন এবং বরফের অস্তিত্ব ধরা পড়েছে।<ref>[মনোরমা ইয়ারবুক ২০১৮|ISSN 0975-2250]</ref> দেশীয় বিমানশক্তির ক্ষেত্রে বৈকল্পিক শক্তি হিসেবে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ও এলসিএ তেজস-এর নাম করা যায়। লারসেন অ্যান্ড টাব্রো, ডিএফএল-এর মতো কোম্পানিগুলির সাহায্যে আবাসন ও পরিকাঠামো শিল্পেও ভারত আজ উল্লেখযোগ্যভাবে অগ্রসর।
 
২০০৩ সালে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং তৈরি করে ভারতের প্রথম সুপারকম্পিউটার ''পরম পদ্ম।'' এটি পৃথিবীর দ্রুততম সুপারকম্পিউটারগুলির অন্যতম।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://timesofindia.indiatimes.com/World/The|শিরোনাম=United States/India hosts worlds fourth fastest supercomputer/articleshow/2538928.cms Param Padma Supercomputer unveiled|লেখক=|তারিখ=|কর্ম=indiatimes.com|সংগ্রহের-তারিখ=5 November 2019}}</ref> ১৯৯০-এর দশকে [[ভারতে অর্থনৈতিক উদারীকরণ|অর্থনৈতিক উদারীকরণ]] এবং [[তথ্য প্রযুক্তি]] বিপ্লব তথ্যপ্রযুক্তির দুনিয়ায় এক অগ্রণী রাষ্ট্র হিসেবে ভারতকে বিশ্বের মঞ্চে উপস্থাপিত করে। বর্তমানে [[আই বি এম]], [[মাইক্রোসফট]], সিসকো সিস্টেমস, ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, উইপ্রো ও অন্যান্য নেতৃস্থানীয় ভারতীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলি ভারতের [[বেঙ্গালুরু]], [[হায়দ্রাবাদ]], [[চেন্নাই]] প্রভৃতি শহরে তাদের প্রধান কার্যালয় স্থাপন করেছে।
'https://bn.wikipedia.org/wiki/ভারত' থেকে আনীত