ইরানি বর্ষপঞ্জি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
১১৪ নং লাইন:
=== আধুনিক বর্ষপঞ্জী (সৌর হিজরি) ===
==== ইরান ====
১৯১১ [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দের]] [[২১ ফেব্রুয়ারি]] দ্বিতীয় [[মজলিস (ইরান)|ইরানি সংসদ]] সৌর জালালি বর্ষপঞ্জীকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এই বর্ষপঞ্জীর মাসের নামকরণ করা হয়েছিল বারোটি রাশির নামানুসারে এবং ১৯২৫ [[খ্রিস্টাব্দ]] পর্যন্ত এটি প্রচলিত ছিল।<ref name="iranica">[http://www.iranicaonline.org/articles/calendars "Calendars" in ''Encyclopaedia Iranica'']</ref> [[৩১ মার্চ]] ১৯২৫ [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দে]] [[পহ্লবী সাম্রাজ্য|পহ্লবী সাম্রাজ্যের]] আমলে অধুনা ইরানি বর্ষপঞ্জী সরকারি ভাবে গ্রহণ করা হয়। সেই সংক্রান্ত আইনে বলা হয় যে বছরের প্রথম দিনটি "যেভাবে ছিল" সেভাবেই হবে "প্রকৃত সৌর বর্ষ" অণুসারেঅনুসারে বসন্তের প্রথম দিন। ওই আইনে বছরের শেষ মাসটি ছাড়া বাকি ১১টি মাসের দিনসংখ্যা স্থির করে দেওয়া হয় যা, আগে ক্রান্তীয় রাশিতে সূর্যের অবস্থানের ভিত্তিতে পরিবর্তিত হত। এই বর্ষপঞ্জীতে ১২টি মাসের প্রাচীন পারস্য নাম ফিরিয়ে আনা হয় এবং সেই নামগুলিই বর্তমানে বিদ্যমান। সংস্কারকৃত এই বর্ষপঞ্জীর অব্দ গণনা করা হয় [[৬২২]] [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দে]] [[মুহাম্মাদ|মুহাম্মাদের]] হিযরতের সময় থেকে। এই বর্ষপঞ্জী গ্রহণের সময় সরকার সাধারণের মধ্যে প্রচলিত দ্বাদশ বর্ষীয় চক্র বিশিষ্ট চীনা-উইগুর বর্ষপঞ্জীকে নিষিদ্ধ ঘোষণা করে।
 
নবগঠিত ইরানি বর্ষপঞ্জীতে ফারওয়ারদিন থেকে শাহ্‌রিওয়ার, এই প্রথম ছয় মাসের দিনসংখ্যা হল ৩১ এবং পরবর্তী পাঁচ মাস মেহ্‌র থেকে বাহ্‌মানের দিনসংখ্যা হল ৩০। শেষ মাস এসফান্দের দৈর্ঘ্য হল জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে ২৯ অথবা ৩০ দিন। এটি জালালি বর্ষপঞ্জীর একটি সরলীকৃত রূপ। জালালি বর্ষপঞ্জীতে একেকটি [[ক্রান্তীয় রাশি|ক্রান্তীয় রাশিতে]] সূর্যের অবস্থানের ভিত্তিতে মাসের দৈর্ঘ্য নির্ণয় করা হত। [[জানুয়ারি]] মাসের শুরুতে (পারস্য মাস "দেই") বিভিন্ন রাশিতে সূর্যের গমনের বেগ থাকে সর্বাধিক এবং [[জুলাই]] মাসের শুরুতে (পারস্য মাস "তির") সূর্যের বেগ থাকে ন্যূনতম। বর্তমানে [[মহাবিষুব]] থেকে [[জলবিষুব]] পর্যন্ত সময় হল ১৮৬ দিন ১০ ঘণ্টা এবং [[জলবিষুব]] থেকে [[মহাবিষুব]] পর্যন্ত সময় হল ১৭৮ দিন ২০ ঘণ্টা।
১২২ নং লাইন:
১৯৭৬ [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দে]] শাহ্‌ [[মুহাম্মাদ রেজা পহ্লবী]] পারস্য অব্দের সূচনাকাল হিসেবে [[মুহাম্মাদ|মুহাম্মাদের]] হিযরতের পরিবর্তে পারস্য সম্রাট [[কুরু|কুরুর]] জন্মসালকে নির্দিষ্ট করেন। রাতারাতি সেই অব্দকে ১৩৫৫ থেকে ২৫৩৫ অব্দে পরিবর্তিত করা হয়। ১৯৭৯ [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দে]] [[ইরানী বিপ্লব|ইসলামি বিপ্লব]] সংঘটিত হওয়ার আগে পর্যন্ত এই অব্দগণনা প্রচলিত ছিল। কিন্তু [[ইরানী বিপ্লব|ইসলামি বিপ্লবের]] পর পুনরায় সৌর হিজরি অব্দকেই ফিরিয়ে আনা হয়।<ref>[http://books.google.com/books?id=Yxd3E-_AqSEC&pg=PA13&lpg=PA13&dq=shah+calendar+change&source=bl&ots=54acfUnJpk&sig=dNuo-nwbrJdjzi9ChMJQTyOJyzU&hl=en&ei=TAjmSfeiIZvpnQf3lJ2nCQ&sa=X&oi=book_result&ct=result&resnum=3 Persian Pilgrimages by Afshin Molavi]</ref>
==== আফগানিস্তান ====
১৯২২ [[খ্রিস্টাব্দ|খ্রিস্টাব্দে]] [[আফগানিস্তান]] সরকারি ভাবে জালালি বর্ষপঞ্জী গ্রহণ করে।<ref name="iranica" /> কিন্তু বর্ষপঞ্জীতে মাসের নামগুলি পরিবর্তিত করা হয় এবং [[দারি ভাষা|দারি]] ও [[পশতু ভাষা|পশতু ভাষায়]] বারোটি রাশির নামে নামকরণ করা হয়। বর্তমানে ইরানি বর্ষপঞ্জীই হল [[আফগানিস্তান]] সরকারের আনুষ্ঠানিক বর্ষপঞ্জী এবং সমস্ত জাতীয় ছুটির ঘোষণা ও প্রশাসনিক কাজকর্ম এই বর্ষপঞ্জী অণুসারেইঅনুসারেই নির্ধারিত হয়।
 
== আধুনিক বর্ষপঞ্জীর বিশদ বিবরণ ==
আধুনিক ইরানি বর্ষপঞ্জী বা সৌর হিজরি বর্ষপঞ্জী অণুসারেঅনুসারে বছর শুরু হয় [[উত্তর গোলার্ধ|উত্তর গোলার্ধে]] বসন্ত ঋতুর সূচনালগ্নে, [[মহাবিষুব|মহাবিষুব সংক্রান্তিতে]] দু'টি দিনের মধ্যাহ্নের মধ্যবর্তী মধ্যরাত্রিতে। এই মধ্যরাত্রির আগের মধ্যাহ্ন হল বিগত বছরের শেষ মধ্যাহ্ন এবং পরের মধ্যাহ্ন হল নতুন বছরের প্রথম দিনের মধ্যাহ্ন অর্থাৎ [[নওরোজ]]।
=== মাসের নামসমূহ ===
{| class="wikitable"