আদিগঙ্গা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৯ নং লাইন:
[[বিপ্রদাস পিপলাই]] তার ''[[মনসামঙ্গল|মনসাবিজয়]]'' ([[মনসামঙ্গল]]) কাব্যে [[চাঁদ সদাগর|চাঁদ সদাগরের]] যাত্রাপথের বর্ণনায় [[চিৎপুর]], [[বেতড়]], [[কালীঘাট]], চূড়াঘাট, [[বারুইপুর]], [[ছত্রভোগ]], বদ্রিকুণ্ড, হাথিয়াগড়, চৌমুখি, সাতামুখি ও সাগরসঙ্গমের ([[সাগর দ্বীপ]]) নাম উল্লেখ করেছেন। বিপ্রদাস পিপলাইয়ের বর্ণনার সঙ্গে ভ্যান ডেন ব্রুকের ১৬৬০ সালে আঁকা আদিগঙ্গার মানচিত্রটি হুবহু মিলে যায়।<ref>Roy, Niharranjan, p. 76</ref>
 
কোনো কোনো মতে, অতীতে আদিগঙ্গার ধারাটি শুকিয়ে যাওয়ায় কৃত্রিম খালের সাহায্যে সরস্বতীর নিম্ন প্রবাহের সঙ্গে সেটিকে যুক্ত করে রাখা হয়েছিল, যাতে সমুদ্রগামী জাহাজগুলি আদিগঙ্গা ধরে সমুদ্রে উপনীত হতে পারে। [[বাংলার নবাব]] [[আলিবর্দি খান]] এই ব্যাপারে অবহিত ছিলেন বলে জানা যায়।<ref name = "Bandopadhyay">Bandopadhyay, Dilip Kumar, ''Bharater Nadi'' (Rivers of India), 2002, {{Bn icon}}, p. 69, Bharati Book Stall, 6B Ramanath Mazumdar Street, Kolkata.</ref> অন্য মতে, আদিগঙ্গা যেখানে গঙ্গা থেকে বিচ্ছিন্ন হয়েছে সেখানে গঙ্গা ও সরস্বতীর মোহনার কাছে একটি জোয়ারের জলে পুষ্ট খাঁড়ি ছিল। জনশ্রুতি অণুযায়ীঅনুযায়ী, ওলন্দাজ বণিকরা জাহাজ চলাচলের সুবিধার জন্য এই খাঁড়িটি বিভক্ত করেছিল।<ref name="Port">{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = http://www.kolkataporttrust.gov.in/anniversary_134.html | শিরোনাম = ''The Story of River Port'' | সংগ্রহের-তারিখ = 2007-12-10 | শেষাংশ = Chakraborty | প্রথমাংশ = Satyesh C. | কর্ম = | প্রকাশক = Kolkata Port Trust | আর্কাইভের-ইউআরএল = https://web.archive.org/web/20110721161335/http://www.kolkataporttrust.gov.in/anniversary_134.html# | আর্কাইভের-তারিখ = ২০১১-০৭-২১ | অকার্যকর-ইউআরএল = হ্যাঁ }}</ref>
 
== অষ্টাদশ শতাব্দীতে ==