জন ভইট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১২ নং লাইন:
| children = [[জেমস হ্যাভেন]] (পুত্র) <br> [[অ্যাঞ্জেলিনা জোলি]] (কন্যা)
}}
'''জোনাথন ভিনসেন্ট ‘জন’ ভইট''' ({{lang-en|Jonathan Vincent "Jon" Voight}}; জন্ম: [[২৯ ডিসেম্বর]], ১৯৩৮) একজন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। তিনি আলোচনায় আসেন ১৯৬৯-এর দশকের শেষে, [[একাডেমি পুরস্কার (সেরা চলচ্চিত্র)|একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র]] ''[[মিডিনাইট কাউবয়]]''-এ জো বাক চরিত্রে অভিনয়ের মাধ্যমে, এবং এই চরিত্রে অভিনয় করে তিনি তার প্রথম একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। বেশকিছু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার ফলে ভয়ঘ্‌টের খ্যাতি ক্রমশঃ বাড়তে থাকে। এগুলোর মধ্যে আছে, ''[[ডেলিভারেন্স (চলচ্চিত্র)|ডেলিভারেন্স]]'' (১৯৭২) ও ''[[কামিং হোম]]'' (১৯৭৮)। ''কামিং হোম'' চলচ্চিত্রে অনবদ্য অভিনয় তাকে [[একাডেমি পুরস্কার (সেরা অভিনেতা)|সেরা অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] এনে দেয়। ২০০১ সালের জীবনীভিত্তিক চলচ্চিত্র ''[[আলি (চলচ্চিত্র)|আলি]]''-তে ক্রীড়াপ্রতিবেদক/সাংবাদিক [[হাওয়ার্ড কসেল]] চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কাড়ে। ছবিটি তাকে তার চতুর্থ একাডেমি পুরস্কার মনোনয় এনে দেয়। তিনি টিভি ধারাবাহিক ''[[২৪ (টিভি ধারাবাহিক)|২৪]]''-এর ''সেভেন্থ সিজন''-এ খলনায়ক জোন্স হজেস চরিত্রে অভিনয় করেছেন।
 
ভইট অভিনেত্রী [[অ্যাঞ্জেলিনা জোলি]] ও অভিনেতা [[জেমস হ্যাভেন|জেমস হ্যাভেনের]] পিতা, এবং সেই সাথে গায়ক-গীতিকার [[চিপ টেইলর|চিট টেইলরের]], ও ভূ-তাত্ত্বিক ব্যারি ভইটের ভাই। জোলি-পিট পরিবারের মাধ্যমে আসা ভইটের ছয় নাতি-নাতনী রয়েছে।