সৌরজগৎ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩২ নং লাইন:
}}
{{সৌরজগৎ পার্শ্বদণ্ড}}
'''সৌরজগৎ''' হল [[সূর্য]] ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে<ref group="lower-alpha">সৌরজগতের [[সূর্যের গ্রহসমূহ|গ্রহগুলিকে]] প্রদক্ষিণকারী [[প্রাকৃতিক উপগ্রহ|প্রাকৃতিক উপগ্রহগুলি]] হল পরোক্ষভাবে সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্কের একটি উদাহরণ।</ref> সূর্য-প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি [[অভিকর্ষ|অভিকর্ষজ]] টানে আবদ্ধ [[জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু|মহাজাগতিক বস্তুগুলিকে]] নিয়ে গড়ে একটি [[গ্রহ ব্যবস্থা|ব্যবস্থা]]। [[আকাশগঙ্গা ছায়াপথ|আকাশগঙ্গা ছায়াপথের]] কেন্দ্রস্থল থেকে ২৬,০০০ আলোকবর্ষ দূরে [[কালপুরুষ বাহু|কালপুরুষ বাহুতে]] এই গ্রহ ব্যবস্থাটি অবস্থিত। সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে [[সৌরজগতের অভিকর্ষজভাবে গোলাকার বস্তুগুলির তালিকা#গ্রহ|আটটি গ্রহই]] বৃহত্তম।<ref group="lower-alpha">অতীতে অন্য কয়েকটি বস্তুকেও গ্রহ আখ্যা দেওয়া হত। উদাহরণস্বরূপ, ১৯৩০ সালে আবিষ্কারের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত [[প্লুটো]] গ্রহের মর্যাদা পেয়ে এসেছিল। [[পূর্বতন গ্রহসমূহ]] দেখুন।</ref> অন্য ক্ষুদ্রতর বস্তুগুলির মধ্যে রয়েছে [[বামন গ্রহ]] ও [[সৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ]]। পরোক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে দু’টি [[প্রাকৃতিক উপগ্রহ]] ক্ষুদ্রতম গ্রহ [[বুধ (গ্রহ)|বুধের]] থেকেও আকারে বড়ো।<ref group="lower-alpha">বুধের থেকেও বড়ো প্রাকৃতিক উপগ্রহ দু’টি হল [[বৃহস্পতি (গ্রহ)|বৃহস্পতি]]-প্রদক্ষিণকারী [[গ্যানিমিড (প্রাকৃতিক উপগ্রহ)|গ্যানিমিড]] ও [[শনি (গ্রহ)|শনি]]-প্রদক্ষিণকারী [[টাইটান (প্রাকৃতিক উপগ্রহ)|টাইটান]]। অবশ্য আকারে বুধের থেকে বড়ো হলেও এই উপগ্রহ দু’টির ভর বুধের ভরের অর্ধেকেরও কম। এছাড়া বৃহস্পতির অপর উপগ্রহ [[ক্যালিস্টো (প্রাকৃতিক উপগ্রহ)|ক্যালিস্টোর]] ব্যাসার্ধ বুধের ব্যাসার্ধের ৯৮ শতাংশেরও বেশি।</ref>
 
[[সৌরজগতের উদ্ভব ও বিবর্তন|৪.৬ লক্ষ কোটি বছর আগে]] একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক [[আণবিক মেঘ|আণবিক মেঘের]] [[মহাকর্ষীয় পতন|মহাকর্ষীয় পতনের]] ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল। সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে এবং অবশিষ্ট ভরের অধিকাংশ ধারণ করে রয়েছে [[বৃহস্পতি (গ্রহ)|বৃহস্পতি]]। চারটি ক্ষুদ্রতর অভ্যন্তরীণ গ্রহ, অর্থাৎ বুধ, [[শুক্র (গ্রহ)|শুক্র]], [[পৃথিবী]] ও [[মঙ্গল (গ্রহ)|মঙ্গল]] হল [[শিলাময় গ্রহ]]। এগুলি প্রধানত শিলা ও ধাতু দ্বারা গঠিত। চারটি বহিঃস্থ গ্রহ হল [[দানব গ্রহ]]। কারণ, বস্তুগত দিক থেকে এগুলি শিলাময় গ্রহগুলির তুলনায় অনেক বেশি ভরযুক্ত। এগুলির মধ্যে বৃহত্তম গ্রহ দু’টি হল বৃহস্পতি ও [[শনি (গ্রহ)|শনি]]। মূলত [[হাইড্রোজেন]] ও [[হিলিয়াম]] দ্বারা গঠিত বলে এগুলি [[গ্যাস দানব]] নামে পরিচিত। অপর দুই সর্ববহিঃস্থ গ্রহ [[ইউরেনাস]] ও [[নেপচুন]] [[তুষার দৈত্য]] নামে পরিচিত। কারণ এগুলির প্রধান উপাদান হল [[জল]], [[অ্যামোনিয়া]] ও [[মিথেন|মিথেনের]] মতো [[উদ্বায়ী]], যেগুলি হাইড্রোজেন ও মিথেনের তুলনায় আপেক্ষিকভাবে উচ্চ গলনাঙ্ক-যুক্ত। আটটি গ্রহই [[ক্রান্তিবৃত্ত]] নামে পরিচিত একটি প্রায় চ্যাপ্টা চাকতির ভিতর প্রায় বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।
[[চিত্র:Solar sys.jpg|right|350px|thumb|সৌর জগতের প্রধান বস্তুসমূহ (স্কেল অনুযায়ী নয়; বাম থেকে ডানে): [[প্লুটো]], [[নেপচুন]], [[ইউরেনাস]], [[শনি গ্রহ|শনি]], [[বৃহস্পতি গ্রহ|বৃহস্পতি]], [[গ্রহাণু বেষ্টনী]], [[সূর্য]], [[বুধ গ্রহ|বুধ]], [[শুক্র গ্রহ|শুক্র]], [[পৃথিবী]], [[চাঁদ]] এবং [[মঙ্গল গ্রহ|মঙ্গল]]। একেবারে বামে একটি ধূমকেতুও দেখা যাচ্ছে।]]
 
অসংখ্য ক্ষুদ্রতর বস্তুও সৌরজগতের অন্তর্গত।{{refn|[[আইএইউ নির্ধারিত গ্রহের সংজ্ঞা|আইএইউ নির্ধারিত সংজ্ঞা]] অনুযায়ী, সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলি বেগ ও ভৌত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনটি শ্রেণিতে বিভক্ত: ''গ্রহ'', ''বামন গ্রহ'' ও ''সৌরজগতের ক্ষুদ্র বস্তু''।
* সূর্য-প্রদক্ষিণকারী যে বস্তুগুলির [[ভর]] সেগুলিকে আকর্ষণ করে একটি (প্রায়-)[[গোলক|গোলকের]] আকার দেওয়ার পক্ষে যথেষ্ট এবং যে বস্তুগুলি সেগুলির চারপাশ থেকে অন্য সকল ক্ষুদ্রতর বস্তুগুলিকে [[পারিপার্শ্বিক পরিষ্কারকরণ|পরিষ্কার করে দিতে সক্ষম]], সেই বস্তুগুলিই হল [[গ্রহ]]। এই সংজ্ঞা অনুযায়ী সৌরজগতের মোট গ্রহের সংজ্ঞা আট: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। প্লুটো তার পারিপার্শ্বিক থেকে [[কাইপার বেষ্টনী|কাইপার বেষ্টনীর]] অন্যান্য বস্তুকে পরিষ্কার করে দিতে না পারায় এই সংজ্ঞা অনুযায়ী প্লুটোকে আর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় না।<ref name="FinalResolution"/>
* সূর্য-প্রদক্ষিণকারীর যে বস্তুগুলি প্রাকৃতিক উপগ্রহ নয় এবং যেগুলির ভর সেগুলিকে প্রায়-গোলকের আকার দান করার পক্ষে যথেষ্ট হলেও পারিপার্শ্বিক থেকে যেগুলি [[শিশুগ্রহ|শিশুগ্রহগুলিকে]] পরিষ্কার করে দেয়নি, সেই বস্তুগুলিই হল [[বামন গ্রহ]]।<ref name="FinalResolution"/> প্লুটো একটি [[বামন গ্রহ]]। [[ইন্টারন্যাশানাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন|আইএইউ]] সৌরজগতের আরও চারটি বস্তুকে সম্ভাব্য বামন গ্রহ হিসাবে স্বীকৃতি দিয়েছে অথবা সেগুলির নামকরণ করেছে: [[সেরেস (বামন গ্রহ)|সেরেস]], [[হাউমেয়া]], [[মাকেমাকে]] ও [[এরিস (বামন গ্রহ)|এরিস]]।<ref name=name>{{cite web |date=7 November 2008 |title=Dwarf Planets and their Systems |work=Working Group for Planetary System Nomenclature (WGPSN) |url=http://planetarynames.wr.usgs.gov/append7.html#DwarfPlanets |accessdate=13 July 2008 |publisher=U.S. Geological Survey}}</ref> অন্যান্য যে সক বস্তুকে সাধারণভাবে সম্ভাবনাময় বামন গ্রহ মনে করা হয়, সেগুলির মধ্যে রয়েছে [[২২৫০৮৮ গংগং|গংগং]], [[৯০৩৭৭ সেডনা|সেডনা]], [[৯০৪৮২ ওরকাস|ওরকাস]] ও [[৫০০০০ কোয়াওয়ার|কোয়াওয়ার]]।<ref>{{cite web|title=IAU Planet Definition Committee |author=Ron Ekers |publisher=International Astronomical Union |url=http://www.iau.org/public_press/news/release/iau0601/newspaper/ |accessdate=13 October 2008 |archiveurl=https://web.archive.org/web/20090603001603/http://www.iau.org/public_press/news/release/iau0601/newspaper/ |archivedate=3 June 2009 |df= }}</ref> প্লুটোর অভিসম্বন্ধক্রমে [[#নেপচুন-উত্তর অঞ্চল|নেপচুন-উত্তর অঞ্চলে]] সূর্য-প্রদক্ষিণকারী অন্যান্য বামন গ্রহগুলিকে কখনও কখনও [[প্লুটোয়েড]] বলে উল্লেখ করা হয়।<ref name="IAU0804">{{cite news|date=11 June 2008 |title=Plutoid chosen as name for Solar System objects like Pluto |publisher=[[International Astronomical Union]], Paris |url=http://www.iau.org/public_press/news/release/iau0804 |accessdate=11 June 2008 |archiveurl=https://web.archive.org/web/20080613121232/http://www.iau.org/public_press/news/release/iau0804/ |archivedate=13 June 2008 |df= }}</ref> অবশ্য এই পরিভাষার প্রয়োগ কদাচিৎ ঘটে থাকে।
* সূর্য-প্রদক্ষিণকারী অবশিষ্ট বস্তুগুলিকে [[সৌরজগতের ক্ষুদ্র বস্তু]] নামে উল্লেখ করা হয়।<ref name="FinalResolution">{{cite news|title=The Final IAU Resolution on the definition of "planet" ready for voting |publisher=IAU |date=24 August 2006 |url=http://www.iau.org/iau0602.423.0.html |accessdate=2 March 2007 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20090107044134/http://www.iau.org/iau0602.423.0.html |archivedate=7 January 2009 |df= }}</ref> |name=footnoteB |group=lower-alpha}} মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে সঞ্চরণশীল [[গ্রহাণু বেষ্টনী|গ্রহাণু বেষ্টনীর]] অন্তর্গত বস্তুগুলির উপাদান শিলাময় গ্রহগুলির মতোই শিলা ও ধাতু। নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত [[কাইপার বেষ্টনী]] ও [[বিক্ষিপ্ত চাকতি]] অঞ্চলে রয়েছে [[নেপচুন-উত্তর বস্তুসমূহ|নেপচুন-উত্তর বস্তুগুলি]]। এই বস্তুগুলি মূলত বরফে গঠিত এবং এগুলিরও বাইরে সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়েছে [[সেডনয়েড|সেডনয়েডের]] সমারোহ। এই সকল বস্তুর মধ্যে কয়েকটির আকার এতটাই বড়ো যে সেগুলির অভিকর্ষজ টান সেগুলিকে গোলকের আকার দানের পক্ষে যথেষ্ট। তবে এই জাতীয় সঠিক কতগুলি বস্তু ওই অঞ্চলে রয়েছে তা এখনও প্রমাণিত নয় বলে সেই বিষয়ে কিছু বিতর্ক রয়েছে।<ref name=Grundy2019>{{cite journal |first1=W.M. |last1=Grundy |first2=K.S. |last2=Noll |first3=M.W. |last3=Buie |first4=S.D. |last4=Benecchi
|first5=D. |last5=Ragozzine |first6=H.G. |last6=Roe |title=The Mutual Orbit, Mass, and Density of Transneptunian Binary Gǃkúnǁʼhòmdímà ({{mp|(229762) 2007 UK|126}})
|url=http://www2.lowell.edu/~grundy/abstracts/2019.G-G.html |website=Icarus
|doi=10.1016/j.icarus.2018.12.037 |date=December 2018 |archiveurl= https://web.archive.org/web/20190407045339/http://www2.lowell.edu/~grundy/abstracts/preprints/2019.G-G.pdf |archivedate=7 April 2019}}</ref><ref>{{cite web |url=http://www.mikebrownsplanets.com/2011/08/free-dwarf-planets.html |author=Mike Brown |title=Free the dwarf planets! |date=23 August 2011 |work=Mike Brown's Planets|author-link=Michael E. Brown }}</ref> এই ধরনের বস্তুগুলিকে [[বামন গ্রহ|বামন গ্রহের]] শ্রেণিভুক্ত করা হয়। চিহ্নিত অথবা স্বীকৃত বামন গ্রহগুলির অন্যতম হল [[সেরেস (বামন গ্রহ)|সেরেস]] এবং নেপচুন-উত্তর বস্তু [[প্লুটো]] ও [[এরিস (বামন গ্রহ)|এরিস]]।<ref group=lower-alpha name=footnoteB /> এই দুই অঞ্চল ছাড়াও অন্য বিভিন্ন ধরনের ক্ষুদ্রাকার বস্তু, যেমন [[ধূমকেতু]], [[সেন্টোর (গৌণ গ্রহ)|সেন্টোর]] ও [[আন্তঃগ্রহ ধূলি মেঘ]] সৌরজগতের বিভিন্ন অঞ্চলের মধ্যে মুক্তভাবে সঞ্চরণশীল। ছয়টি গ্রহ, ছয়টি বৃহত্তম সম্ভাব্য বামন গ্রহ এবং অনেক ক্ষুদ্রাকার বস্তুকে প্রদক্ষিণকারী [[প্রাকৃতিক উপগ্রহ|প্রাকৃতিক উপগ্রহেরও]] অস্তিত্ব আছে।<ref group=lower-alpha>প্রাকৃতিক উপগ্রহগুলির পূর্ণাঙ্গ তালিকার জন্য [[সৌরজগতের প্রাকৃতিক উপগ্রহগুলির তালিকা]] দেখুন।</ref> পৃথিবীর [[চাঁদ|চাঁদের]] নামানুসারে এগুলিকে সাধারণভাবে "চাঁদ" বলে উল্লেখ করা হয়। প্রত্যেকটি বহিঃস্থ গ্রহকেই ঘিরে রয়েছে ধূলা ও অন্যান্য ক্ষুদ্র বস্তু দ্বারা গঠিত একটি করে [[গ্রহীয় বলয়]]।
 
সূর্য থেকে বাইরের দিকে প্রবহমান বৈদ্যুতিক আধান-যুক্ত কণার একটি স্রোত [[সৌর বায়ু]] নামে পরিচিত। এটি [[সৌরগোলক]] নামে পরিচিত [[আন্তঃনাক্ষত্রিক মাধ্যম|আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে]] একটি বুদবুদ-তুল্য অঞ্চল সৃষ্টি করেছে। [[সৌরবিরতি (জ্যোতির্বিজ্ঞান)|সৌরবিরতি]] হল সেই বিন্দু যেখানে সৌর বায়ুর চাপ আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের বিপরীত চাপের সমান; এটি বিক্ষিপ্ত চাকতির সীমা পর্যন্ত বিস্তৃত। [[দীর্ঘকালীন ধূমকেতু|দীর্ঘকালীন ধূমকেতুগুলির]] উৎসস্থল হিসাবে বিবেচিত [[উর্ট মেঘ]] সম্ভবত সৌরবিরতির থেকে মোটামুটি এক হাজার গুণ দূরত্বে অবস্থিত।
 
{{TOC limit|4}}
 
'''সৌরজগৎ''' বলতে [[সূর্য]] এবং এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ সকল [[জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু|জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুকে]] বোঝায়। এর মধ্যে আছে: আটটি [[গ্রহ]], তাদের ১৭৩টি জানা [[প্রাকৃতিক উপগ্রহ]], কিছু [[বামন গ্রহ]] ও তাদের চারটি কিছু প্রাকৃতিক উপগ্রহ এবং কোটি কোটি [[ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু|ক্ষুদ্র বস্তু]]।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=The Jupiter Satellite Page|লেখক=Scott S. Sheppard|কর্ম=University of Hawaii|ইউআরএল=http://www.ifa.hawaii.edu/~sheppard/satellites/|সংগ্রহের-তারিখ=2006-07-23}}{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref> শেষোক্ত শ্রেণীর মধ্যে আছে [[গ্রহাণু]], [[উল্কা]], [[ধূমকেতু]] এবং [[আন্তঃগ্রহীয় ধূলি মেঘ]]। মৌলিক ব্যাখ্যা অনুসারে সৌর জগতের মধ্যে অবস্থান করছে: সূর্য ([[জ্যোতির্বৈজ্ঞানিক প্রতীক]]
[[চিত্র:Sun symbol.svg|14px|{{unicode|☉}}]]), চারটি [[পার্থিব গ্রহ]], একটি [[গ্রহাণু বেষ্টনী]] যা ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে বস্তু দ্বারা গঠিত, চারটি [[গ্যাসীয় দৈত্য]] এবং একটি দ্বিতীয় বেষ্টনী যা [[কাইপার বেষ্টনী]] নামে পরিচিত, এতে বরফ শীতল পদার্থ রয়েছে। কাইপার বেষ্টনীর পরে রয়েছে [[বিক্ষিপ্ত চাকতি|বিক্ষিপ্ত বস্তুসমূহ]], [[হেলিওপজ]] এবং সবশেষে [[উওর্ট মেঘ]]। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে গ্রহগুলো হল: [[বুধ গ্রহ|বুধ]] ([[চিত্র:Mercury symbol.svg|14px|{{unicode|☿}}]]), [[শুক্র গ্রহ|শুক্র]] ([[চিত্র:Venus symbol.svg|14px|{{unicode|♀}}]]), [[পৃথিবী]] ([[চিত্র:Earth symbol.svg|14px|{{unicode|⊕}}]]), [[মঙ্গল গ্রহ|মঙ্গল]] ([[চিত্র:Mars symbol.svg|14px|{{unicode|♂}}]]), [[বৃহস্পতি গ্রহ|বৃহস্পতি]] ([[চিত্র:Jupiter symbol.svg|14px|{{unicode|♃}}]]), [[শনি গ্রহ|শনি]] ([[চিত্র:Saturn symbol.svg|14px|{{unicode|♄}}]]), [[ইউরেনাস]] ([[চিত্র:Uranus symbol.svg|14px|{{unicode|♅}}]]), এবং [[নেপচুন]] ([[চিত্র:Neptune symbol.svg|14px|{{unicode|♆}}]])। আটটির মধ্যে ছয়টি গ্রহের নিজস্ব [[প্রাকৃতিক উপগ্রহ]] রয়েছে। গ্যাসীয় দানবের প্রত্যেকটির চারদিকে আবার [[গ্রহীয় বলয়]] রয়েছে যা ধূলিকণা ও অন্যান্য কণা দ্বারা গঠিত। পৃথিবী ব্যতীত সব গ্রহের ইংরেজি নাম বিভিন্ন গ্রিক দেবতাদের নামে রাখা হয়েছে। তিনটি বামন গ্রহ হচ্ছে: [[প্লুটো]] ([[চিত্র:Pluto symbol.svg|14px|{{unicode|♇}}]]), [[কাইপার বেষ্টনী|কাইপার বেষ্টনীর]] বৃহত্তম বস্তু, [[সেরেস (বামন গ্রহ)|সেরেস]] ([[চিত্র:Ceres symbol.svg|14px]]), গ্রহাণু বেষ্টনীর বৃহত্তম বস্তু, এবং [[এরিস]], যা [[বিক্ষিপ্ত চাকতি|বিক্ষিপ্ত চাকতির]] মধ্যে অবস্থান করে।
 
== শব্দাবলী ও সংজ্ঞা ==