উইকিপিডিয়া:নীতিমালা ও নির্দেশাবলী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
আফতাব বট (আলোচনা | অবদান)
বানান সংশোধন
৮ নং লাইন:
উইকিপিডিয়ার '''নীতিমালা''' ও '''নির্দেশাবলী''' উইকিপিডিয়ার সম্প্রদায়ের দ্বারা বিকশিত করা হয় যেখানে সর্বোত্তম অনুশীলন (best practice) বর্ণনা করা,নীতিমালা পরিস্কার করে বুঝিয়ে বলা, দ্বন্দ্ব বা সংঘাত নিরসন করা, এছাড়াও যা আমাদের আশু উদ্দেশ্য যাতে আমরা নির্ভরযোগ্য উন্মুক্ত বিশ্বকোষ তৈরি করতে পারি। যদিও [[WP:NOTSTATUTE|উইকিপিডিয়াতে কোনো বাধা ধরা নিয়ম]] প্রয়োগ করা হয় না, নীতিমালা ও নির্দেশাবলীর পাতাগুলিতে পরিচিত সর্বোত্তম অনুশীলন (best-known practices) ও মুলনীতি-নিয়ম বর্ণনা করা থাকে। নীতিমালা মানদন্ডসমূহ বর্ণনা করে (সাধারণ জ্ঞানের সীমার মধ্যে) যেসমস্ত ব্যবহারকারীর সাধারণভাবে অনুসরণ করা উচিত এবং সেই কাজ করতে নির্দেশাবলী দ্বারা বোঝানো হয়ে থাকে যা এখানের সর্বোত্তম অনুশীলন। প্রধান বা মৌলিক নীতির (key principles) একটি ব্যবহারযোগ্য সারাংশ [[Wikipedia:Five pillars|উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভে]] পাওয়া যেতে পারে।
 
নীতিমালা ও নির্দেশাবলীর পাতাগুলি অন্য যেকোনো অন্যান্য উইকিপিডিয়া পাতার মত সম্পাদনা করা যেতে পারে কিন্তু সেই সম্পাদনা সর্বোত্তম অনুশীলন (best-known practices)-এর সূচিত করা উচিত, বিশেষভাবে নীতিমালার পাতা সম্পাদনা করার আগে আলোচনার মাধ্যমে ঐক্যমতেরঐকমত্যের ভিত্তিতে সেই পরিবর্তন করা উচিত।
 
এই নীতিমালার পাতাটিতে নীতিমালা ও নির্দেশাবলীর পাতাগুলির সংস্থার সম্প্রদায়ের মানদন্ডসমূহ, জীবন চক্র, রক্ষণাবেক্ষণ এবং অনুগত্য উল্লেখ করা থাকে।
১৯ নং লাইন:
 
== উৎপত্তি ==
উইকিপিডিয়া অলাভজনক [[উইকিমিডিয়া ফাউন্ডেশন|উইকিমিডিয়া ফাউন্ডেশনের]] দ্বারা পরিচালনা করা হয়। ফাউন্ডেশন কিছু নিশ্চিত আইনি অধিকার সংরক্ষণ করে। (সেই [http://wikimediafoundation.org/wiki/Policies নীতিমালার তালিকার জন্য এখানে দেখুন])। [[Wikipedia:Role of Jimmy Wales|আরও দেখুন জিমি ওয়েলসের ভূমিকা]]। তা সত্ত্বেও সাধারণ কর্মপন্থায়, স্বাভাবিক ক্রিয়াকর্ম অনুসারে, উইকিপিডিয়া তার সম্প্রদায় দ্বারা চালিত একটি স্ব-শাসিত প্রকল্প। উইকিপিডিয়ার নীতিমালা এবং নির্দেশাবলীতে [[WP:Consensus|সম্প্রদায়ের ঐক্যমতঐকমত্য]] প্রতিফলন হয়।
 
[[উইকিপিডিয়া:পঞ্চস্তম্ভ]] পাতাতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মূলতত্ত্ব সারসংকলিত আছে যার উপর ভিত্তি করেই নীতিমালা ও নির্দেশাবলীর পাতা তৈরি করা হয়েছে। (আরও একটি একই ধরণের পাতা আছে যা [[meta:Founding principles|উইকিমিডিয়া প্রকল্পের জন্য নীতি]] এবং [[User:Jimmy Wales/Statement of principles|প্রাতিষ্ঠানিক নীতির জিমি ওয়েলসের বক্তব্য]] অন্তর্ভুক্ত করে)।
৩৩ নং লাইন:
{{shortcut|WP:GUIDES}}<span id="guide" />'''নির্দেশনাসমূহ''' সেই সব ভাল প্রথা যেগুলোকে সর্বোসম্মতভাবে সমর্থন করা হয়। তাই সম্পাদনাকারীদের এই সব নির্দেশনা অনুসরণ করা উচিৎ যদিও তারা নিজেদের সাধারণ জ্ঞান প্রয়োগেই স্বচ্ছন্দ্যবোধ করেন এবং এক্ষেত্রে কিছু ব্যতিক্রমও চলতে পারে। কখনো যদি একটি নির্দেশনা কোনো নীতিমালার সাথে সাংঘর্ষিক হয়, তবে নীতিমালাটিই অগ্রাধিকার পায়। নির্দেশনার পাতাসমূহ [[:বিষয়শ্রেণী:উইকিপিডিয়া নির্দেশাবলী]]-তে পাওয়া যাবে; আরো দেখুন [[Wikipedia:List of policies| নির্দেশাবলীর তালিকা]]।
 
{{shortcut|WP:ESSAYS}}<span id="essay" />'''রচনা''' হলো কোনো সম্পাদকের কিংবা সম্পাদকমণ্ডলীর একটি দলের মতামত কিংবা উপদেশ, যার জন্য যথেষ্ট ঐক্যমত্যঐকমত্য্য হয়নি। এগুলো পুরো সম্প্রদায়ের কথা বলে না এবং সম্ভবত অনুমোদন ছাড়াই তৈরি কিংবা লিখিত হয়েছে। যেসকল রচনা, লেখক চাননা, আর কেউ সম্পাদনা করুক, কিংবা সেগুলো সর্বোত ঐক্যমত্যেরঐকমত্য্যের সাথে বিরোধপূর্ণ হয়, সেগুলো [[Wikipedia:User page|ব্যবহারকারী নামস্থান]] থাকতে পারে। দেখুন [[:Category:Wikipedia essays]]।
 
<!--{{shortcut|WP:ESSAYS}}<span id="essay" />'''Essays''' are the opinion or advice of an editor or group of editors, for which widespread consensus has not been established. They do not speak for the entire community and may be created and written without approval. Essays that the author does not want others to edit, or that are found to contradict widespread consensus, belong in the [[Wikipedia:User page|user namespace]]. See [[:Category:Wikipedia essays]].-->
৪২ নং লাইন:
নীতিমালা ও নির্দেশাবলীসমূহের ব্যাখ্যা এবং প্রয়োগের জন্য আপনার [[WP:Common sense|সাধারণ জ্ঞান ব্যবহার করুন]]; তবে মাঝে মাঝে এসব নিয়মের [[WP:IAR|সাময়িক ব্যতিক্রম]] হতে পারে। অন্যদিকে, কেউ কোন নীতিমালার চেতনার পরিপন্থী কাজ করলে সে জন্য তাকে তিরস্কার করা হতে পারে, যদি টেকনিক্যালি কোন নিয়ম ভাঙ্গা না হয় তাহলেও।
 
কোন নীতিমালা বা নির্দেশনা একটি ভাল প্রথার সঠিক সংজ্ঞায়ন কিনা তা নির্ধারিত হয় সম্প্রদায়ের [[Wikipedia:Consensus|ঐক্যমতেরঐকমত্যের]] দ্বারা। কোন নীতিমালা বা নির্দেশনার পাতায় (বিশেষকরে নীতিমালার ক্ষেত্রে) বড় ধরনের কোন পরিবর্তণ করতে হলে প্রথমে এ নিয়ে আলাপ পাতায় আলোচনা হয়, তবে সরাসরিও সম্পাদনা করা গ্রহণযোগ্য যদি তা বড়কোন পরিবর্তণ না হয়।
 
আলাপ পাতাগুলোতে এবং সম্পাদনার সারাংশে নীতিমালা এবং নির্দেশনাবলীর উল্লেখ করতে প্রায়শঃই শর্টকাট ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপঃ [[WP:NOR]], [[WP:NPOV]], এবং [[WP:LIVE]]। এধরণের সর্টকাট অনেক সময় অন্যান্য প্রকল্প পাতায়ও ব্যবহার করা হয়। কোন পাতায় একটি সর্টকার্ট থাকার মানে এই নয় যে পাতাটি নীতিমালা বা নির্দেশনা সম্পর্কিত।
 
== বলবৎকরণ ==
উইকিপিডিয়াতে কার্যকরীকরণ বা বলবৎকরণ অন্যান্য সামাজিক যোগাযোগের মতোই। যদি একজন সম্পাদক সম্প্রদায়ের নীতিমালা ও নির্দেশাবলী-বর্ণিত মানদন্ডের ব্যতয় করেন, অন্যান্য সম্পাদকেরা তাকে গ্রহণযোগ্য আচরিক মানদণ্ড দৃঢ়ভাবে মেনে চলার ব্যাপারে বোঝাতে পারেন, এবং বারবার বারবার তাকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনে, প্রশাসক কিংবা স্ট্যুয়ার্ডের কঠোর পন্থা অবলম্বন করতে পারেন। নিয়মনীতি সংক্রান্ত পাতার ক্ষেত্রে, নিরপেক্ষতার সাথে, খুব দ্রুততার সাথে, এবং প্রয়োজনে বলপ্রয়োগের আশ্রয় নিয়ে সমাধানের চেষ্টা করা হয়। এটা আসলে অসম্ভব নয় যে, আপনি হয়তো এমন কিছু আবিষ্কার করে ফেললেন, যা এত বছর থেকে সম্মিলিত প্রজ্ঞায়ও আবিষ্কৃত হয়নি, তখন তার অন্তর্ভুক্তির ব্যাপারে আপনাকে খুব দ্রুততার সাথে আলোচনা চালিয়ে যেতে হবে যে, আপনি নীতিমালা পাতার ঐক্যমত্যেরঐকমত্য্যের বিরুদ্ধ নন। এর মানে, [''আপনি''সমেত] প্রত্যেক সম্পাদক নীতিমালা এবং নিয়মাবলী কার্যকর করেন, প্রয়োগ করেন।
 
<!--Enforcement on Wikipedia is similar to other social interactions. If an editor violates the community standards described in policies and guidelines, other editors can persuade the person to adhere to acceptable norms of conduct, over time resorting to more forceful means, such as administrator and steward actions. In the case of policy pages, they are likely to resort to more forceful means fairly rapidly. You'll need to do some pretty fast talking to get away with not adhering to the consensus within policy pages, though this is not impossible, if you somehow happen to know something that many years of collective wisdom hasn't discovered yet. This means that individual editors (including ''you'') enforce and apply policies and guidelines.-->
৭৫ নং লাইন:
উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় নিবন্ধ সম্পর্কিত অনেক নীতিমালা ও নির্দেশাবলী রয়েছে। যেমনঃ যাচাইযোগ্যতা, নিরপেক্ষতা, জীবিত ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং আরও অনেক।
এই সকল নীতিমালা, নির্দেশাবলী এবং প্রক্রিয়াসমূহ বিশ্বকোষীয় নিবন্ধের অংশ নয়। ফলে এই নীতিমালাসমূহের জন্য উইকির বিশ্বকোষীয় নিবন্ধের মানদন্ড বজায় রাখা জরুরী নয়। এ সকল নীতিমালার জন্য [[WP:RS|নির্ভরযোগ্য উৎস]], [[WP:V|যাচাইযোগ্যতা]] বা [[WP:NPOV|নিরপেক্ষতার]] মত নির্দেশাবলী মেনে চলার প্রয়োজন নেই।
এই সকল নীতিমালা সংক্রান্ত পাতা সমূহের যেকোন পরিবর্তন বা নতুন নীতি প্রচলন [[WP:Consensus|উইকিপিডিয়ান সম্পদায়ের ঐক্যমতেরঐকমত্যের]] ভিত্তিতে করা হবে।<ref>Conversely there is no ''absolute'' ban on external references if it is helpful and appropriate to support and explain our policies or guidelines.</ref>
 
== নীতিমালাসমূহের জীবনচক্র ==
৮৫ নং লাইন:
{{shortcut|WP:PROPOSAL}}
<span id="proposal"/>
নতুন কোন প্রস্তাবনা গাইডলাইন বা নীতিমালায় অন্তভূর্ক করার জন্য আলোচনা ও সমগ্র সম্প্রদায়ের মধ্যে একটি উচ্চ স্তরের ঐক্যমত্যেরঐকমত্য্যের প্রয়োজন। প্রয়োজনীয় ঐক্যমত্যঐকমত্য্য ব্যতীত কোন পাতায় {{tl|policy}} টেমপ্লেট যুক্ত করা থাকলে, যদি পাতাটি কোন নীতিমালার কপি বা সারসংক্ষেপও থাকে সেটাকে নীতিমালা হিসেবে গ্রহন নাও করা হতে পারে। ঐক্যমত্যেরঐকমত্য্যের জন্য অবশ্যই [[উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা|প্রশাসকদের আলোচনাসভাতে]] বিষয়টি উত্থাপন করতে হবে এবং প্রস্তাবনাটি কমপক্ষে এক সপ্তাহের জন্য আলোচনার জন্য উন্মোক্ত রাখতে হবে।
 
==== প্রস্তাবের জন্য ভাল অভ্যাস ====
৯২ নং লাইন:
যে দলের মতামত গ্রহণ প্রয়োজন সেই দলের তালিকা করা ভাল উদ্যোগ হতে পারে। যদি প্রস্তাবনার উদ্দেশ্য বিশেষ কোন বিষয়বস্তু হয়ে থাকে তবে তার সম্পর্কিত উইকিপ্রকল্প পাওয়া যাবে এখানে [[Wikipedia:WikiProject Council/Directory]]। উদাহরণসরূপ, প্রস্তাবিত স্টাইল নীতিমালা এখানে ঘোষনা করা উচিত [[Wikipedia:WikiProject Manual of Style]]। প্রস্তাবনাটি যদি বর্তমানে প্রচলিত কোন নীতিমালা বা নির্দেশবলী সম্পর্কিত হয় তবে সংশ্লিষ্ট নীতিমালা বা নির্দেশাবলির আলাপ পাতায় একটি নোট রাখা যেতে পারে। উদাহরণসরূপ, প্রস্তাবিত স্টাইলের নির্দেশাবলি সংক্রান্ত মতামত এখানে প্রকাশ করা উচিত [[Wikipedia:Manual of Style]]। নীতিমালা সংক্রান্ত প্রস্তাবনা আপনি এখানে জানাতে পারেন [[Wikipedia:Village pump (policy)]]। নির্দেশাবলি বা নীতিমালার উপবিষয়শ্রেণী চিহ্নিত করুন এখানে ({tl|subcat guideline}})
 
সম্পাদকেরা প্রস্তাবনার সাড়া এমনভাবে দিতে পারেন যাতে তা ঐক্যমতেঐকমত্যে পৌছাতে সাহায্য করে। আপনার মতামত ব্যাখ্যা করুন, প্রশ্ন করুন এবং যে কোন সমস্যার কথা জানান, যে কোন দৃষ্টিভঙ্গি গ্রহনযোগ্য। অনেক ব্যবহারকারি তাদের মতামত জানানোর শুরুতে তাদের ভোট কোন পক্ষে তা বোল্ড করে জানান যাতে বুঝতে সুবিধা হয়। মতামত জানানোর পর অবশ্যই সাইন করা ভাল অভ্যাস।
 
কোন আলাপ বন্ধ করতে হলে মতামতের সতর্ক যাচাই প্রয়োজন। এতে প্রশাসকদের অন্তর্ভুক্ত করতে হবে এমন কথা নেই, কিন্তু অভিজ্ঞ সম্পাদকের (স্বাধীন এবং নিরপেক্ষ) হস্তক্ষেপ কাম্য যিনি প্রস্তাবনা সংশ্লিষ্ট সকল নীতিমাল এবং নির্দেশাবলি সম্পর্কে ওয়াকিবহাল। নিম্নোক্ত বিষয়গুলো মতামত যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ন:
* নির্দেশাবলী এবং নীতিমালার [[Wikipedia:Consensus|মতামত]] সিদ্ধান্ত পৌছানোর মত যথেষ্ট হলে সম্পূর্ণ ঐক্যমতেরঐকমত্যের প্রয়োজন নেই।
* যিনি প্রস্তাবটি আনেন তার সংশ্লিষ্ট বিচরণক্ষেত্র থেকেও পুরো উইকিপিডিয়ায় প্রস্তাবটির উত্থাপন পৌছানো আবশ্যক।
* প্রস্তাবিত পাতাটির শক্তিমত্তা যাচাই করুন এভাবে:
১২৭ নং লাইন:
 
===বাস্তব পরিবর্তন===
'''প্রথমে আলোচনা করুন'''। নীতিমালায় বাস্তব পরিবর্তন আনার পূর্বে সাধারনত আলাপ পাতায় আলোচনা করা হয়ে থাকে। পরিবর্তন তখনই করা যায় যখন সংশ্লিষ্ঠ বিষয়ে কোন আপত্তি না থাকে বা আলোচনার ফলাফল দেখে মনে হয় পরিবর্তনের বিষয়টি একটি ঐক্যমত্যেঐকমত্য্যে পৌছেঁছে। এছাড়া ছোট কোন পরিবর্তন যেমন, ফরমেট উন্নতকরন, ব্যাকরন ও স্পষ্টতা ইত্যাদি যে কোন সময় করা যেতে পারে।
 
আলোচনার ফলাফল যদি অস্পষ্ট হয়, তাহলে এটি প্রস্তাব প্রক্রিয়ায় হিসেবে, একজন প্রশাসক বা অন্য কোন স্বতন্ত্র সম্পাদক দ্বারা মূল্যায়ন করা উচিত। বড় ধরনের কোন পরিবর্তন আনার পূর্বে সম্প্রদায়ের মধ্যে এটি প্রচার করা উচিত; প্রস্তাব প্রক্রিয়ার অনুরূপ ঘোষণা উপযুক্ত হতে পারে।
১৫১ নং লাইন:
{{Wikipedia policies and guidelines}}
 
[[Categoryবিষয়শ্রেণী:উইকিপিডিয়া নীতিমালা ও নির্দেশাবলী]]
[[Categoryবিষয়শ্রেণী:উইকিপিডিয়া নির্দেশাবলী]]