প্রেরিত পৌল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সমর্পিত আত্মা-এর সম্পাদিত সংস্করণ হতে Ibrahim Husain Meraj-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
২৩ নং লাইন:
 
'''সন্ত পৌল''' বা '''সেন্ট পল''' ছিলেন একজন [[খ্রিষ্টান]] ধর্মপ্রচারক। তার পূর্বের নাম ছিল শৌল। সাধু পৌল প্রথম জীবনে ছিলেন খ্রিষ্টধর্মবিদ্ধেষী ও খ্রিস্টানদের প্রতি অত্যাচারী একজন [[ইহুদি]]। কিলিকিয়ার তার্য শহরে তার জন্ম, এই শহরেই তিনি বড় হন। শিক্ষক গমলিয়েলের কাছে তিনি [[ইহুদিধর্ম]] সম্পর্কে শিক্ষা লাভ করেন। তিনি কঠোরভাবে ইহুদি নিয়ম-কানুন পালন করতেন। [[যিশু]]র পথে যারা চলতেন তিনি তাদের অত্যাচার করে হত্যা করতেন। ইহুদি মহাপুরোহিত ও ধর্ম নেতাদের আদেশে খ্রিস্টানদের বন্দী করতে তিনি দম্মেশক শহর থেকে [[জেরুজালেম|যিরূশালেম]] শহরে যাচ্ছিলেন। তখন বেলা প্রায় দুপুর। দম্মেশকের কাছাকাছি আসলে পর হঠাৎ তার চারদিকে স্বর্গ থেকে উজ্জ্বল আলো পড়লো, আর তিনি মাটিতে পড়ে গেলেন। তিনি শুনতে পেলেন কেউ যেন তাকে বলছেন‚ “শৌল শৌল, কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ?” তিনি জিজ্ঞাসা করলেন, “প্রভু আপনি কে?” তিনি বললেন, ”আমি নাসরতের যীশু যাকে তুমি কষ্ট দিচ্ছ।” তখন শৌল বললেন, “প্রভু আমি কি করব?” প্রভু বললেন, ”ওঠো, দম্মেশকে যাও, তোমার জন্য যা ঠিক করে রাখা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে।” তখন তার সঙ্গীরা তাকে দম্মেশকে নিয়ে গেল কেননা শৌল অন্ধ হয়ে গিয়েছিলেন। পরে সাধু অননিয় নামে একজন খ্রিস্টভক্ত তার কাছে এলেন। তিনি তার পাশে দাঁড়িয়ে বললেন, “ভাই শৌল, তোমার দেখবার শক্তি ফিরে আসুক।” আর তখনই শৌল দৃষ্টিশক্তি ফিরে পেলেন। অননিয় আরও বললেন, “যিশু তোমাকে বেছে নিয়েছেন, তুমি তারই সাক্ষী হবে এবং যা দেখেছ ও শুনেছ সব মানুষের নিকট তা বলবে।” তখন শৌল বাপ্তিস্ম গ্রহণ করলেন এবং পৌল নাম গ্রহণ করলেন। এরপর পৌল খ্রিস্টধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। সাধু পৌল নতুন নিয়মের ১৩টি পুস্তকের লেখক। কিছু গবেষকের মতে সাধু পৌল রোমে মৃত্যুবরণ করেন।
 
 
 
অনেকেই উনার সমালোচনা করে থাকেন।। তাদের ভাষ্য---
 
 
 
 
সেন্ট পৌলই "যীশুর শিক্ষার" হত্যকারী
সেন্ট পৌল কে?..
সেন্ট পৌল খ্রিস্টান ধর্মের বিকৃত কারী।।সে যীশুর ১২ জন সাহাবীর কেউই না।।
যীশু যখন পৃথিবীতে ছিল,সেন্ট পৌল, তখন যীশুর বিরোধিতা করতো।।
যীশু পৃথিবী চেড়ে যাওয়ার পর, সেন্ট পৌল খ্রিষ্টান ধর্মের স্বঘোষিত প্রধান হয়ে,নিজের মনগড়া ১৩ টা বই লিখে,বাইবেলে ডুকিয়ে দেয়।।
যেটাতে,যীশুর কোন অনুমোদন ছিল না
অার,বোকা খ্রিষ্টানরা,সেন্ট পৌলের লেখাকে ঈশ্বর বানী মনে করে
*******************-*****************
অাদিপুস্তক ১৭:১০
""This is my covenant with you and your descendants after you, the covenant you are to keep: Every male among you shall be circumcised""
অর্থাৎ, ঈশ্বরের সাথে অাব্রাহামের একটা চুক্তি হয়েছিল।।ঈশ্বর অাব্রাহামকে বলেন...
""এটাই চুক্তি যা তুমি মেনে চলবে| তোমার ও আমার মধ্যে এটাই হল চুক্তি| তোমার উত্তরপুরুষগণের জন্যেও এটাই চুক্তি| যত পুত্র সন্তান হবে প্রত্যেককে খতনা করতে হবে|'''
অর্থাৎ, অাব্রাহামের পরে যত পুএ সন্তান হবে,তাদের খতনা দিতে হবে।
বাইবেল,লুক ২:২১
সেই চুক্তি অনুসারে, যীশুরও খতনা করা হয়...
""On the eighth day, when it was time to circumcise the child, he was named Jesus, the name the angel had given him before he was conceived.""
"" এর আট দিন পরে খতনা করার সময়ে শিশুটির নাম রাখা হল যীশু৷ তাঁর মাতৃগর্ভে আসার আগেই স্বর্গদূত এই নাম রেখেছিলেন৷""
বাইবেল,মথি ৫:১৭-১৯
যীশু বলেন...
""অামি পূর্বের নবীদের বিধি ব্যবস্থা ধংস করতে অাসি নি,পূর্ন করতে এসেছি।।।কেউ যদি ঐ সব অাইনের বিন্দু পরিমানও অমান্য করে,তাহলে সে তুচ্ছ বলে গন্য হবে।"""
অর্থাৎ, যীশুর কথা অনুযায়ী,অাব্রাহ
ামের সাথে ঈশ্বরের যে চুক্তি হয়েছিল,সেটাও অমান্য করা যাবে না।
*************************-***********
বিনোদন দেখেন....
সেন্ট পৌল
ঈশ্বরের শিক্ষা বাদ দিয়ে
অাব্রাহামের শিক্ষা বাদ দিয়ে
যীশুর শিক্ষা বাদ দিয়ে
নিজেই পন্ডিতি করে, নতুন মত চালু করেছে।।অার খ্রিষ্টানরা সেন্ট পৌলের খাঁটি অনুসারী...
বাইবেল,গালাতীয় ৫:২
সেন্ট পৌল বলেন....
""" Mark my words! I, Paul, tell you that if you let yourselves be circumcised, Christ will be of no value to you at all.""
অর্থাৎ, শোন! আমি পৌল বলছি৷ যদি তোমরা খতনার মাধ্যমে আবার বিধি-ব্যবস্থায় ফিরে যাও- তবে তোমরা খ্রীষ্টেতে লাভবান হবে না৷ ""
 
==তথ্যসূত্র==