নন্দী পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্মাননা
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

২০:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

নন্দী পুরস্কার হল তেলুগু চলচ্চিত্র, তেলুগু মঞ্চ, তেলুগু টেলিভিশন ও ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য প্রদত্ত পুরস্কার। ১৯৬৪ সালে এই পুরস্কার প্রবর্তিত হয়। অন্ধ্রপ্রদেশ সরকার প্রতি বছর এই পুরস্কার প্রদান করে। "নন্দী" শব্দের অর্থ "ষাড়", এই পুরস্কারটির নামকরণ করা হয় লেপাক্ষীর বিশালাকৃতির গ্রানাইট ষাড়ের নামানুসারে, যা তেলুগু জাতির সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রতীক। নন্দী পুরস্কার চারটি শাখায় প্রদান করা হয়, সেগুলো হল স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ ও কপার। প্রতি বছর অন্ধ্রপ্রদেশ সরকার সামাজিক, পৌরাণিক ও কাব্যিক মঞ্চনাটকের জন্য নন্দী নাটকোৎসবম পুরস্কারও প্রদান করে।[১][২]

তথ্যসূত্র

  1. কবিরাযনী, সুরেশ (১৩ অক্টোবর ২০১২)। "2011 Nandi Awards winners list"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "Andhra Pradesh / Hyderabad News: ETV, SVBC, DD sweep Nandi awards"দ্য হিন্দু (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ২০১০। ২০১৩-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ