তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
 
তথ্যছক
১ নং লাইন:
{{তথ্যছক পুরস্কার
| name = তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার
| current_awards =
| image =
| imagesize =
| caption =
| description = [[তামিল চলচ্চিত্র]]ে সেরা অবদানের জন্য
| presenter = তামিলনাড়ু সরকার
| country = [[ভারত]]
| year = ১৯৬৭
| website =
}}
'''তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার''' হল [[ভারত]]ের [[তামিলনাড়ু]] রাজ্যে নির্মিত [[তামিল চলচ্চিত্র|চলচ্চিত্রের]] সেরাদের জন্য প্রদত্ত চলচ্চিত্র পুরস্কার। তামিলনাড়ু সরকার দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের সেরা প্রতিভাবানদের সম্মানার্থে এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করে আসছে। একজন বিচারের তত্ত্বাবধানে একটি কমিটি পুরস্কার গ্রহীতাদের নির্বাচন করে। এই পুরস্কারটি প্রথম প্রদান করা হয়েছিল ১৯৬৭ সালে এবং ১৯৭০ সালের পরে এর ধারাবাহিকতায় বিঘ্ন ঘটে। ১৯৭১ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এই পুরস্কার প্রদান বন্ধ ছিল। ১৯৭৭ সাল থেকে পুনরায় এটি চালু হয় এবং ১৯৮২ সাল পর্যন্ত চলে। ১৯৭৭ সালে ১৯৭১ থেকে ১৯৭৬ সালের শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার ঘোষণা করা হয় এবং তাদের সনদ প্রদান করেন তৎকালীন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রন। ১৯৮৮ সাল থেকে এই পুরস্কার নিয়মিত প্রদান করা হয় এবং ২০০৮ সালে এটি বিলুপ্ত হয়ে যায়।<ref>{{cite book|last=আনন্দম |title=Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements)|year=২০০৪|publisher=শিবগামী পাবলিকেশন্স|pages=৭৩৮}}</ref>