তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১৯:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার হল ভারতের তামিলনাড়ু রাজ্যে নির্মিত চলচ্চিত্রের সেরাদের জন্য প্রদত্ত চলচ্চিত্র পুরস্কার। তামিলনাড়ু সরকার দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের সেরা প্রতিভাবানদের সম্মানার্থে এবং তাদের উৎসাহিত করার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করে আসছে। একজন বিচারের তত্ত্বাবধানে একটি কমিটি পুরস্কার গ্রহীতাদের নির্বাচন করে। এই পুরস্কারটি প্রথম প্রদান করা হয়েছিল ১৯৬৭ সালে এবং ১৯৭০ সালের পরে এর ধারাবাহিকতায় বিঘ্ন ঘটে। ১৯৭১ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এই পুরস্কার প্রদান বন্ধ ছিল। ১৯৭৭ সাল থেকে পুনরায় এটি চালু হয় এবং ১৯৮২ সাল পর্যন্ত চলে। ১৯৭৭ সালে ১৯৭১ থেকে ১৯৭৬ সালের শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার ঘোষণা করা হয় এবং তাদের সনদ প্রদান করেন তৎকালীন মুখ্যমন্ত্রী এম জি রামচন্দ্রন। ১৯৮৮ সাল থেকে এই পুরস্কার নিয়মিত প্রদান করা হয় এবং ২০০৮ সালে এটি বিলুপ্ত হয়ে যায়।[১]

তামিল চলচ্চিত্রের প্রডিউসার্স কাউন্সিলের নির্বাচন জয়ের পর চেয়ারম্যান বিশাল ঘোষণা দেন যে তিনি এই পুরস্কারটি পুনরায় প্রবর্তনের জন্য সরকারের বরাবর দাবী জানাবেন।[২][৩] এই পুরস্কারটি ২০১৭ সালের জুলাই মাসে পুনরায় চালু করা হয় এবং সরকার ২০০৯ থেকে ২০১৪ সালের বিজয়ী ঘোষণা করে।[৪][৫]

তথ্যসূত্র

  1. আনন্দম (২০০৪)। Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements)। শিবগামী পাবলিকেশন্স। পৃষ্ঠা ৭৩৮। 
  2. "Actor Vishal wins producers council election!"সাইফি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "Now, the battle with piracy has begun: Vishal"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "Tamil Nadu announces the State Film Awards for six consecutive years in surprise move. Here's the complete list of winners"দি ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "Tamil Nadu government announces state film awards for 2009-2014"দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ