চার্লস ফিশার্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
১ নং লাইন:
{{Infobox cricketer
| name = চার্লস ফিশার্ট
| image = চার্লস ফিশার্ট.jpg
| caption = ১৯০২ সালের সংগৃহীত স্থিরচিত্রে চার্লস ফিশার্ট
| caption =
| fullname = চার্লস গুস্তাভ ফিশার্ট
| nickname =
| birth_date = {{Birthজন্ম dateতারিখ|df=y|1870|3|20}}
| birth_place = ব্লুমফন্তেইন, অরেঞ্জ ফ্রি স্টেট
| death_date = {{Deathমৃত্যু dateতারিখ and ageবয়স|df=y|1923|5|30|1870|3|20}}
| death_place = কেপ টাউন, কেপ প্রদেশ, [[দক্ষিণ আফ্রিকা]]
| heightft =
৬২ নং লাইন:
}}
 
'''চার্লস গুস্তাভ ফিশার্ট''' ({{lang-en|Charles Fichardt}}; জন্ম: [[২০ মার্চ]], ১৮৭০ - মৃত্যু: [[৩০ মে]], ১৯২৩) অরেঞ্জ ফ্রি স্টেটের ব্লুমফন্তেইন এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯২ থেকে ১৮৯৬ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।<ref>{{cite web |title=Charles Fichardt |url=http://www.espncricinfo.com/southafrica/content/player/45048.html |publisher=ESPNcricinfo |accessdate=25 April 2019}}</ref>
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে [[ফ্রি স্টেট ক্রিকেট দল|অরেঞ্জ ফ্রি স্টেট দলের]] প্রতিনিধিত্ব করেন '''চার্লস ফিশার্ট'''। দলে তিনি মূলতঃ ডানহাতে ব্যাটিং করতেন।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৮৯১-৯২ মৌসুম থেকে ১৯০৬-০৭ মৌসুম পর্যন্ত চার্লস ফিশার্টের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল।
ব্লুমফন্তেইনের গ্রে কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে স্কটল্যান্ড ও হ্যামবার্গে অধ্যয়ন করেছিলেন চার্লস ফিশার্ট।<ref name=WCA>[http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/228168.html "Obituaries in 1923", ''Wisden'', 1924.]</ref> তেজস্বী ব্যাটসম্যান ও আলতোভাবে ছুড়ে দেওয়া বোলার ছিলেন। ১৮৯১-৯২ মৌসুম থেকে ১৯০৬-০৭ মৌসুম পর্যন্ত চার্লস ফিশার্টের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৮৯২ থেকে ১৯০৯ সময়কালে অরেঞ্জ ফ্রি স্টেটের সদস্যরূপে খেলেন।<ref>{{cite web |title=Charles Fichardt |url=http://cricketarchive.com/Archive/Players/0/152/152.html |website=CricketArchive |accessdate=25 April 2019}}</ref>
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন চার্লস ফিশার্ট। ১৯ মার্চ, ১৮৯২ তারিখে কেপ টাউনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১৩ ফেব্রুয়ারি, ১৮৯৬ তারিখে পোর্ট এলিজাবেথে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
১৮৯১-৯২ মৌসুমে [[ওয়াল্টার রিড|ডব্লিউ.ডব্লিউ. রিডের]] নেতৃত্বাধীন ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকা গমন করে। সফরকারী দলের বিপক্ষে [[গডফ্রে ক্রিপস|জি. ক্রিপস]], [[ফ্লুই ডু টোইট|জে.এফ.ডি. টোইট]] ও [[আর্নেস্ট হলিওয়েল|ই.এ. হলিওয়েলের]] সাথে একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। সফরকারী দল ইনিংস ও ১৮৯ রানের বিশাল ব্যবধানে জয়ী হয়।
 
দ্বিতীয় বোয়ের যুদ্ধে সৈনিক হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন চার্লস ফিশার্ট। পরবর্তীতে রাজনীতিবিদ হিসেবে কাজ করেন ও বোয়ের স্বাধীনতা প্রশ্নে প্রথিতযশা আইনজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।
 
৩০ মে, ১৯২৩ তারিখে ৫৩ বছর বয়সে কেপ প্রদেশের কেপ টাউন এলাকায় চার্লস ফিশার্টের দেহাবসান ঘটে।