জন ম্যাগুইর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - নতুন অনুচ্ছেদ!
Suvray (আলোচনা | অবদান)
দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী দলের সফর - অনুচ্ছে সৃষ্টি!
৮৭ নং লাইন:
 
১৯৮৪ সালে অস্ট্রেলিয়া দলের সদস্যরূপে ওয়েস্ট ইন্ডিজ গমনার্থে তাকে দলে রাখা হয়। [[Australian cricket team in West Indies in 1983–84|১৯৮৩-৮৪]] মৌসুমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্টে অংশ নেন। এ সফরে ২৪.৮০ গড়ে ২৬ উইকেট পান। ১৯৮৫ সালে ইংল্যান্ড গমনে তাকে দলে রাখা হয়।<ref>http://www.espncricinfo.com/ci/engine/match/63370.html</ref><ref>http://www.espncricinfo.com/ci/engine/match/63371.html</ref> এছাড়াও, [[Australian cricket team in India in 1984–85|১৯৮৪]] সালে ভারত গমন করেন। সেখানে তিনি একদিনের খেলায় অংশ নিয়েছিলেন।
 
== দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী দলের সফর ==
১৯৮৪-৮৫ মৌসুমের গ্রীষ্মকালে টেস্ট দলে জন ম্যাগুইরের ঠাঁই হয়নি। [[Australian cricket team in England in 1985|১৯৮৫]] সালে ইংল্যান্ড গমনার্থে অস্ট্রেলিয়া দলের সদস্য হবার দ্বারপ্রান্তে চলে এসেছিলেন। ১৯৮৫-৮৬ ও ১৯৮৬-৮৭ মৌসুমের গ্রীষ্মকালে [[টেরি অল্ডারম্যান]] ও [[Rod McCurdy|রড ম্যাককার্ডি]] দক্ষিণ আফ্রিকায় [[South African rebel tours|বিদ্রোহী দলের]] সদস্য হিসেবে তাদের খেলার কথা প্রকাশ করলে [[কার্ল র‍েকেম্যান]] ও জন ম্যাগুইরের পরিবর্তে তাদেরকে স্থলাভিষিক্ত করা হয়। তবে, উভয়ের চুক্তিবদ্ধতার ফলে পরবর্তীতে [[জেফ থমসন]] ও [[ডেভ গিলবার্ট|ডেভ গিলবার্টকে]] দলে নেয়া হয়।<ref>http://www.theage.com.au/news/cricket/it-was-20-years-ago-today/2005/11/21/1132421604089.html?page=fullpage</ref><ref>http://www.espncricinfo.com/blogs/content/story/638487.html</ref><ref>{{cite news |url=http://nla.gov.au/nla.news-article127006382 |title=CRICKET Ashes party departs. |newspaper=[[The Canberra Times]] |date=1 May 1985 |accessdate=18 February 2016 |page=42 |via=National Library of Australia}}</ref>
 
বিদ্রোহী দলের অন্যান্য সদস্যের ন্যায় তাকেও তিন বছরের জন্যে অস্ট্রেলিয়ায় প্রথম-শ্রেণীর ক্রিকেটে ও দুই বছরের জন্যে প্রতিনিধিত্বমূলক খেলায় অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়। ঐ সময়ে তিনি দক্ষিণ আফ্রিকায় খেলতেন। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইস্টার্ন প্রভিন্স এবং ১৯৯১ সালে লিচেস্টারশায়ারের পক্ষে খেলেন।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
== আরও দেখুন ==
* [[ডেভিড কোলি]]
* [[ওয়েন বি. ফিলিপস]]
* [[সাউথ অস্ট্রেলিয়া ক্রিকেট দল]]
* [[অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেটারদের তালিকা]]
* [[অস্ট্রেলীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারদের তালিকা]]
 
== বহিঃসংযোগ ==