কলকাতা মেট্রো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৪ নং লাইন:
[[চিত্র:Kolkata Bowbazar 1.jpg|thumb|সেন্ট্রাল মেট্রো স্টেশনের বহির্গাত্রের ম্যুরাল]]
=== প্রাক-স্বাধীনতা ===
[[কলকাতা]] শহরের জন্য একটি পূর্ব-পশ্চিম রেলপথ সংযোগ হিসাবে “ইস্ট-ওয়েস্ট টিউব রেলপথ” ১৯২১ সালে ব্রিটিশ রাজ আমলে [[হার্লি হিউ ডালরিম্পল হে]] দ্বারা প্রস্তাবিত হয়, তবে শেষ পর্যন্ত ১৯২৩ সালে তহবিলের অভাবে এটি নেওয়া হয়নি।<ref>{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=শতবর্ষ আগেই বীজ বপন মেট্রোর |ইউআরএল=https://www.anandabazar.com/calcutta/harley-dalrymple-hay-planned-metro-routes-in-howrah-much-before-the-first-metro-in-kolkata-1.1087933 |সংগ্রহের-তারিখ=25 February 2020 |প্রকাশক=আনন্দবাজার পত্রিকা |তারিখ=28 December 2019}}</ref> যদিও প্রাথমিক প্রচেষ্টা করা হয় ১৯১৯ সালে, মানুষকে সময়মতো তাদের কর্মস্থলে পৌঁছানোর সুবিধা দিতে। [[সিমলা]]তে সে বছর ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সেপ্টেম্বরের অধিবেশনে স্যার ডব্লু ই ক্রাম একটি কমিটি গঠন করেন, যা [[কলকাতা]]র জন্য একটি মেট্রো লাইনের প্রস্তাব করে। এই লাইনটি [[হুগলি নদীরনদী]]র নীচে একটি সুড়ঙ্গ দিয়ে পূর্বের বাঘমারি এবং হাওড়ার সলকিয়া বেনারস রোডকে সংযুক্ত করার কথা ছিল। নির্মাণ ব্যয় প্রাক্কলিত £৩৫,২৬,১৫৪ পাউন্ড বা প্রায় ৪.২৮ কোটি (বর্তমান বিনিময় হারের ভিত্তিতে), এবং প্রস্তাবিত সময়সীমা ছিল ১৯২৫-২৬ সাল। প্রস্তাবিত লাইনটি ১০.৪ কিলোমিটার দীর্ঘ (বর্তমান [[কলকাতা মেট্রো লাইন ২|পূর্ব-পশ্চিম করিডোরের]] চেয়ে প্রায় ৪ কিলোমিটার কম), যা বঘমারীতে [[ইস্ট বেঙ্গল রেলওয়ে]] এবং বেনারস রোডে [[ভারতীয় রেলকেরেল]]কে সংযুক্ত করবে। তিনি তখন উত্তর-দক্ষিণ লাইনের কথাও উল্লেখ করেন। ১৯২২ সালে রব জে কুক অ্যান্ড হ্যামন্ড প্রকাশিত তাঁর বই কলকাতা টিউব রেলওয়েতে সমস্ত প্রতিবেদন পাওয়া যাবে। রেলপথটিতে সম্পূর্ণ ভ্রমণের জন্য টিকিটের দাম ধরা হয় তিন আনা।<ref>https://www.telegraphindia.com/states/west-bengal/metro-missed-the-train-to-piccadilly/cid/1286509</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/kolkata/citys-tube-rly-plan-nipped-in-bud-a-century-ago/articleshow/73944018.cms|title=Kolkata’s Tube Railway plan nipped in bud a century ago {{!}} Kolkata News - Times of India|last=Feb 5|first=Jayanta Gupta {{!}} TNN {{!}} Updated:|last2=2020|website=The Times of India|language=en|access-date=2020-02-11|last3=Ist|first3=13:28}}</ref>
 
===স্বাধীনতা পরবর্তী===