ফ্লুই ডু টোইট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলোয়াড়ী জীবন - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
দেহাবসান - অনুচ্ছেদ সৃষ্টি|!
৫৮ নং লাইন:
}}
 
'''জ্যাকোবাস ফ্রাঙ্কোস ফ্লুই ডু টোইট''' ({{lang-en|Flooi du Toit}}; জন্ম: [[২ এপ্রিল]], ১৮৬৯ - মৃত্যু: [[১০ জুলাই]], ১৯০৯) অরেঞ্জ ফ্রি স্টেটের জ্যাকোবসডাল এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.espncricinfo.com/ci/content/player/caps.html?country=3;class=1 |শিরোনাম=South Africa – Players by Test cap |প্রকাশক=ESPNCricinfo |সংগ্রহের-তারিখ=21 February 2020}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://stats.espncricinfo.com/ci/engine/records/averages/batting.html?class=1;id=3;type=team |শিরোনাম=South Africa – Test Batting Averages |প্রকাশক=ESPNCricinfo |সংগ্রহের-তারিখ=21 February 2020}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://stats.espncricinfo.com/ci/engine/records/averages/bowling.html?class=1;id=3;type=team |শিরোনাম=South Africa – Test Bowling Averages |প্রকাশক=ESPNCricinfo |সংগ্রহের-তারিখ=21 February 2020}}</ref>
 
দলে তিনি মূলতঃ বামহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন '''ফ্লুই ডু টোইট'''।
 
== খেলোয়াড়ী জীবন ==
১৮৯১-৯২ মৌসুমের একমাত্র টেস্টই ফ্লুই ডু টোইটের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন সম্পন্ন হয়। সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন ফ্লুই ডু টোইট। ১৯ মার্চ, ১৮৯২ তারিখে কেপ টাউনে সফরকারী [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার [[এক টেস্টের বিস্ময়কারী |একমাত্র টেস্টে]] অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
 
১৮৯১-৯২ মৌসুমে [[ওয়াল্টার রিড|ডব্লিউ.ডব্লিউ. রিডের]] নেতৃত্বাধীন ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকা গমন করে। সফরকারী দলের বিপক্ষে [[গডফ্রে ক্রিপস|জি. ক্রিপস]], [[Charles Fichardt|সি.জি. ফিচার্ট]] ও [[আর্নেস্ট হলিওয়েল|ই.এ. হলিওয়েলের]] সাথে একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। সফরকারী দল [[ইনিংস]] ও ১৮৯ রানের বিশাল ব্যবধানে [[ফলাফল (ক্রিকেট)|জয়ী]] হয়। ডু টোইট [[শূন্য রান|০]] ও ২ রান করে উভয় ইনিংসেই অপরাজিত থাকেন। ১/৪৭ বোলিং পরিসংখ্যান গড়েন। [[ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা|ইংল্যান্ডের দলনেতার]] [[উইকেট]] পান তিনি ও একটি ক্যাচ তালুবন্দী করেন।
১০ জুলাই, ১৯০৯ তারিখে মাত্র ৪০ বছর বয়সে ফ্রি স্টেটের লিন্ডলে এলাকায় ফ্লুই ডু টোইটের দেহাবসান ঘটে।
 
== দেহাবসান ==
১০ জুলাই, ১৯০৯ তারিখে মাত্র ৪০ বছর বয়সে ফ্রি স্টেটের লিন্ডলে এলাকায় ফ্লুই ডু টোইটের দেহাবসান ঘটে। তার মৃত্যুর বিশদ বিবরণ জানা যায়নি। [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেনে]] ঐ সময়ে তার মৃত্যুর কোন সংবাদ প্রকাশিত হয়নি।
 
== তথ্যসূত্র ==
৮১ ⟶ ৮৪ নং লাইন:
* {{ক্রিকইনফো}}
* {{ক্রিকেটআর্কাইভ}}
 
== গ্রন্থপঞ্জী ==
# ''World Cricketers - A Biographical Dictionary'' by [[ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স|Christopher Martin-Jenkins]], published by Oxford University Press (1996).
# ''The Wisden Book of Test Cricket, Volume 1 (1877-1977)'' compiled and edited by [[বিল ফ্রিন্ডল|Bill Frindall]], published by Headline Book Publishing (1995).
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}