ফ্লুই ডু টোইট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
নিবন্ধের সূচনা!
(কোনও পার্থক্য নেই)

০৪:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

জ্যাকোবাস ফ্রাঙ্কোস ফ্লুই ডু টোইট (জন্ম: ২ এপ্রিল, ১৮৬৯ - মৃত্যু: ১০ জুলাই, ১৯০৯) অরেঞ্জ ফ্রি স্টেটের জ্যাকোবসডাল এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

দলে তিনি মূলতঃ বামহাতি মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন ফ্লুই ডু টোইট

১৮৯১-৯২ মৌসুমের একমাত্র টেস্টই ফ্লুই ডু টোইটের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন সম্পন্ন হয়। সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ফ্লুই ডু টোইট। ১৯ মার্চ, ১৮৯২ তারিখে কেপ টাউনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

১- জুলাই, ১৯০৯ তারিখে মাত্র ৪০ বছর বয়সে ফ্রি স্টেটের লিন্ডলে এলাকায় ফ্লুই ডু টোইটের দেহাবসান ঘটে।