যশপাল শর্মা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অস্ট্রেলিয়া গমন - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ - অনুচ্ছেদ সৃষ্টি!
১৩০ নং লাইন:
 
পরের বছর পোর্ট অব স্পেনের [[কুইন্স পার্ক ওভাল|কুইন্স পার্ক ওভালে]] [[ম্যালকম মার্শাল|ম্যালকম মার্শালের]] বলে মাথায় জোড়ালো আঘাত পান। এরফলে তিনি অনিচ্ছাস্বত্ত্বেও অবসর গ্রহণ করতে বাধ্য হন।
 
== ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ ==
স্বল্প কিছু সাধারণমানের খেলায় উপহার দেয়ার পর [[১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ|১৯৮৩]] সালের ক্রিকেট বিশ্বকাপে যশপাল শর্মাকে ভারত দলের সদস্যরূপে অন্তর্ভূক্ত করা হয়। তাসত্ত্বেও ভারতের শিরোপা [[ফলাফল (ক্রিকেট)|বিজয়ে]] তিনি কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
 
উদ্বোধনী খেলায় ৮৯ রান তুলে দলের পক্ষে সর্বাধিক রান তুলেন। এরফলে, [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ দলকে]] তাদের প্রথম পরাজয়ের রস আস্বাদন করান। সেমি-ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আবারও দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান তুলে চূড়ান্ত খেলার দিকে অগ্রসর হতে সহায়তা করেন। [[বব উইলিস|বব উইলিসের]] প্রায় ইয়র্কার আকৃতির বলকে আলতো ছোঁয়ায় স্কয়ার লেগ অঞ্চল দিয়ে ছক্কা মারার বিষয়ে অত্যন্ত দৃষ্টিনন্দন ও সুখকর দিক ছিল।
 
দেশে প্রত্যাবর্তন করে সফরকারী পাকিস্তানের বিপক্ষে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দেন। অমৃতসরে উত্তর অঞ্চলের সদস্যরূপে সফররত ওয়েস্ট ইন্ডিয়ান একাদশের বিপক্ষে তিনদিনের খেলায় অংশ নেন। [[ভিভ রিচার্ডস|ভিভ রিচার্ডসের]] বলে পরপর চারটি ছক্কা হাঁকান। তবে, আরও দুইটি আন্তর্জাতিক খেলায় তেমন সফলতার স্বাক্ষর রাখতে না পারায় দৃশ্যত তার খেলোয়াড়ী জীবনের ইতি ঘটে। পরের বছর ইংল্যান্ডের বিপক্ষে চারটি খেলায় তাকে অংশগ্রহণ করতে দেখা গেলেও একটি খেলাতেই কেবল দশের অধিক রান তুলতে পেরেছিলেন।
 
ডিসেম্বর, ২০০৫ সাল পর্যন্ত দুই বছর জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০০৮ সালে পুণরায় তাকে মনোনয়ন দেয়া হয়েছিল। ২০০৯ সালে উত্তর অঞ্চলের দল নির্বাচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।