ব্যারি নাইট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - নতুন অনুচ্ছেদ!
Suvray (আলোচনা | অবদান)
কোচিং - অনুচ্ছেদ সৃষ্টি!
৭৭ নং লাইন:
সমগ্র খেলোয়াড়ী জীবনে ঊনত্রিশটি [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন ব্যারি নাইট। ১ ডিসেম্বর, ১৯৬১ তারিখে কানপুরে স্বাগতিক [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৭ আগস্ট, ১৯৬৯ তারিখে নটিংহামে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
১৯৬১-৬২ মৌসুমে ভারত ও [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানের]] বিপক্ষে একাধারে প্রথম ছয় টেস্টে অংশ নেন। এটিই দীর্ঘসময় ধরে তার খেলায় অংশগ্রহণ ছিল। নয়বার দলে আসা-যাওয়ার পালায় ছিলেন। তবে, [[1962-63 Ashes series|১৯৬২-৬৩]] ও [[1965-66 Ashes series|১৯৬৫-৬৬]] মৌসুমে দুইবার অস্ট্রেলিয়ায় [[অ্যাশেজ সিরিজের তালিকা|অ্যাশেজ সফরে]] যান। সেখানে তিনি সহায়তাকারী বোলার ও নিচেরসারির ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।<ref name="Cap"/> ১৯৬৩ সালে [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ডের]] বিপক্ষে ষষ্ঠ উইকেটে [[পিটার পারফিটকে]] সাথে নিয়ে ২৪০ রান তুলেন। চল্লিশ বছর এ রেকর্ড অক্ষত থাকার পর মার্চ, ২০০২ সালে [[গ্রাহাম থর্প]] ও [[অ্যান্ড্রু ফ্লিনটফ]] ২৮১ রান করে রেকর্ডটি ভঙ্গ করেন।<ref name="Cap"/><ref>{{cite web |url=http://stats.espncricinfo.com/ci/engine/records/fow/highest_partnerships_by_wicket.html?class=1;id=1;type=team |title=Highest partnerships by wicket |date= |work= |publisher=Cricinfo.com |accessdate=25 April 2011}}</ref>
 
== অবসর ==
১৯৬৯ মৌসুম শেষে অস্ট্রেলিয়ায় অভিবাসিত হন। এভাবেই ইংল্যান্ডে তার খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। চার মৌসুমে ১০০ উইকেট, পাঁচ মৌসুমে সহস্রাধিক রানের মাইলফলক স্পর্শ করেন। তন্মধ্যে, ১৯৬২ থেকে ১৯৬৫ সালে একাধারে ডাবল পেয়েছিলেন।<ref name="Cap"/>
 
ক্রিকেট সংবাদদাতা কলিন বেটম্যান মন্তব্য করেছিলেন যে, ‘অতিরঞ্জিত ক্রিকেটার ব্যারি নাইট দর্শনীয় মাঝারিসারির ব্যাটসম্যান ও গতিসম্পন্ন ধারালো বোলিংয়ে বলকে বাঁক খাওয়াতে পটু ছিলেন। শক্তি খরচ করে রান -আউটে অভ্যস্ত ছিলেন না।’<ref name="Cap"/>
 
== কোচিং ==
অস্ট্রেলিয়ায় প্রথম পেশাদার [[কোচ (ক্রীড়া)|কোচ]] হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে সিডনিভিত্তিক অভ্যন্তরীণ সুবিধাযুক্ত পরিবেশে কাজ করেছেন।<ref name="Cap"/> এছাড়াও, প্রথম কোচ হিসেবে ভিডিও পর্যবেক্ষণে দায়িত্বে ছিলেন। এরফলে, চল্লিশ বছরের অধিক সময় ধরে [[অ্যালান বর্ডার]], স্টিভ ও [[মার্ক ওয়াহ]], ব্রেট ও [[শেন লি]], [[অ্যাডাম গিলক্রিস্ট]], [[জন ডাইসন]], [[অ্যান্ড্রু হিলডিচ|অ্যান্ড্রু হিলডিচসহ]] বিশের অধিক টেস্ট খেলোয়াড়কে প্রশিক্ষণ দেন। ১৯৭০ সাল থেকে বিশ হাজারের অধিক তরুণ ক্রিকেটারের কোচ ছিলেন। অদ্যাবধি বিদ্যালয়ে অবকাশকালীন প্রকল্পের সাথে যুক্ত রয়েছেন ও সিডনিভিত্তিক [[Mosman Cricket Club|মোসম্যান ক্রিকেট ক্লাবকে]] পরিচালনা করছেন। [[ক্রিকেট অস্ট্রেলিয়া|এসিবি]] কর্তৃক তিন মাসে সার্টিফিকেট কোর্স করেন ও [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|এমসিসি]] থেকে কোচিং সার্টিফিকেট পান।
 
== তথ্যসূত্র ==
৮৭ ⟶ ৯৩ নং লাইন:
* [[বুচ হোয়াইট]]
* [[আর্থার ম্যাকইনটায়ার]]
* [[অ্যাশেজ সিরিজের তালিকা]]
* [[ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব]]
* [[ইংরেজ টেস্ট ক্রিকেটারদের তালিকা]]