সোনাল মানসিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩২ নং লাইন:
১৯৬২ সালে, [[মুম্বই]]য়ে সোনাল মানসিংহের পেশাগত নৃত্যজীবন শুরু হয়েছিল, আরঙ্গেত্রমের (তামিল ভাষায় আরঙ্গমের অর্থ মঞ্চ এবং এত্রামের অর্থ উত্থান বা আরোহণ, সুতরাং আরঙ্গেত্রমের আক্ষরিক অর্থ মঞ্চে আরোহণ বা মঞ্চে পৌঁছানো)<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Arangetram |ইউআরএল=https://en.wikipedia.org/wiki/Arangetram |সংগ্রহের-তারিখ=২১ ফেব্রুয়ারি ২০২০}}</ref> পরে। ১৯৭৭ সালে তিনি [[নতুন দিল্লি]]তে সেন্টার ফর ইন্ডিয়ান ক্লাসিকাল ডান্স (সিআইসিডি) প্রতিষ্ঠা করেছিলেন<ref name=bio>[http://www.mansinghsonal.com/biography.html Biography] {{webarchive|url=https://web.archive.org/web/20090728165649/http://www.mansinghsonal.com/biography.html |date=2009-07-28 }} Official website</ref>
বছরের পর বছর ধরে, তিনি বিশ্বজুড়ে<ref>[http://www.narthaki.com/info/intervw/intrvw52.html Interview]</ref> অনুষ্ঠান করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন। তিনি ১৯৮৭ সালে [[সংগীত নাটক আকাদেমি পুরস্কার]]<ref>[http://www.sangeetnatak.com/programmes_recognition&honours_dance_odissi.html Awards Odissi] [[Sangeet Natak Akademi]] official website.</ref>, ১৯৯২ সালে সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী হিসেবে [[পদ্মভূষণ]]<ref name="Padma Awards">{{cite web | url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf | title=Padma Awards | publisher=Ministry of Home Affairs, Government of India | date=2015 | accessdate=21 July 2015}}</ref>, এবং ২০০৩ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ [[বেসামরিক পুরস্কারের তালিকা|বেসামরিক পুরস্কার]] [[পদ্মবিভূষণ]] পুরষ্কার লাভ করেন। [[বালা সরস্বতীবালাসরস্বতী]]র পর তিনি দ্বিতীয় নৃত্যশিল্পী যিনি এই পুরস্কার পেয়েছিলেন। এর পরে ২০০৬ সালে তিনি [[মধ্যপ্রদেশ]] সরকারের কাছ থেকে [[কালিদাস সম্মান]] এবং ২১শে এপ্রিল ২০০৭ সালে তাঁকে [[উত্তরাখণ্ড|উত্তরাখণ্ডের]] [[পাটনগর|পাটনগরের]] [[গোবিন্দ বল্লভ পন্থ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়]] থেকে ডক্টর অফ সায়েন্স উপাধিতে (হনারিস কসা-কোনও পরীক্ষা ছাড়াই সাম্মানিক ডিগ্রি, সম্মানের চিহ্ন হিসাবে) ভূষিত করা হয়। [[সম্বলপুর বিশ্ববিদ্যালয়]] থেকে তাঁকে একইভাবে ডক্টর অব লিটারেচার (হনারিস কসা) প্রদান করা হয়।
২০০২ সালে নৃত্যে তাঁর ৪০ বছর পূর্ণ হওয়ার উপলক্ষে [[হিন্দি ভাষা|হিন্দি]] চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক [[প্রকাশ ঝা]] তাঁর উপর একটি প্রামাণ্য তথ্যচিত্র তৈরি করেছিলেন যার শিরোনাম ছিল ''সোনাল''<ref name=bio/><ref>[http://www.prakashjhaproductions.com/sonal.html ''Sonal'']</ref> । এই চলচ্চিত্রটি সেই বছরের শ্রেষ্ঠ নন-ফিচার চলচ্চিত্র বিভাগে জাতীয় পুরস্কার লাভ করেছিল।
===বিশিষ্ট নৃত্য পরিকল্পনা সমূহ===