প্লবতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৫ নং লাইন:
 
== আর্কিমিডিসের সূত্র ==
[[File:Archimedes water balance.gif|thumb|প্লবতা ব্যবহার করে মুকুটের বিশুদ্ধতা নির্ণয়]]
 
 
আর্কিমিডিসের সুত্রটি নামকরণ সিরাকাসের পদার্থবিদ [[আর্কিমিডিস]] এর নামে । তৎকালিন সিরাকাসের রাজা দ্বিতীয় হিয়েরোর জন্য লরেল পাতার মুকুটের মত দেখতে একটি সোনার মুকুট প্রস্তুত করা হয়েছিল। রাজা আর্কিমিডিসকে বলেছিলেন মুকুট না ভেঙে এটি কী আসলে স্বর্ণ দিয়ে তৈরি কি না তা নির্ণয় করতে। অতঃপর তিনি পানির অসংকোচনশীলতার ধর্ম ব্যবহার করে প্রমাণ করতে সক্ষম হন যে কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলে তা তার ওজনের সমপরিমাণ পানি অপসারণ করে। এ নীতিই আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত।