প্লবতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
'''প্লবতা''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]] : [[:en:Buoyancy]])
বলতে একটি বস্তুকে পানিতে নিমজ্জিত করলে তা পানির নিন্মতল কর্ৃককর্তৃক যে উর্ধমূখি বল লাভ করে বলকে বোঝায়। একে আর্কিমিডিসের সুত্র বলেও অভিহিত করা হয়।
 
== আর্কিমিডিসের সূত্র ==
আর্কিমিডিসের সুত্রটি নামকরণ সিরাকাসের পদার্থবিদ [[আর্কিমিডিস]] এর নামে । তৎকালিন সিরাকাসের রাজা দ্বিতীয় হিয়েরোর জন্য লরেল পাতার মুকুটের মত দেখতে একটি সোনার মুকুট প্রস্তুত করা হয়েছিল। রাজা আর্কিমিডিসকে বলেছিলেন মুকুট না ভেঙে এটি কী আসলে স্বর্ণ দিয়ে ৈরিতৈরি কি না তা নির্ণয় করতে। অতঃপর তিনি পানির অসংকোচনশীলতার ধর্ম ব্যবহার করে প্রমাণ করতে সক্ষম হন যে কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলে তা তার ওজনের সমপরিমাণ পানি অপসারণ করে। এ নীতিই আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত।
 
যদি একটি ঘনকাকৃতির বস্তুকে পানিতে নিমজ্জিত করা হয়, তাহলে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী তা তার আয়তনের সমান পানি অপসারণ করবে। এখন, পানিতে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন হবে,