উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Lazy-restless (আলোচনা | অবদান)
→‎আসিফ মহিউদ্দীন: উত্তর প্রদান
৪৪৩ নং লাইন:
::::আচ্ছা, এই নিবন্ধের উল্লেখযোগ্য হওয়ার যুক্তি কি? আর আন্না পলিনস্কোভা পুরস্কার তো নারী মানবাধিকার কর্মীদের পুরস্কার, এটাাকি আদৌ তিন৭ পেয়েছেন? আমি তো সংশ্লিষ্ট সকল ওয়েবসাইট ঘেটেও কোন ডকুমেন্ট বা সঠিক সূত্র পেলাম না। এটা এটার ব্যাপারে কীভাবে যাচাই বাছাই করা যায় তার প্রস্তাব রাখছি। [[ব্যবহারকারী:Lazy-restless|Lazy-restless]] ([[ব্যবহারকারী আলাপ:Lazy-restless|আলাপ]]) ০৮:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
::::: {{Ping|Lazy-restless}} আপনি ব্লক হওয়ার আগে যেই আচরণ শুরু করেছিলেন, দুঃখজনকভাবে বাধার মেয়াদ শেষে আপনি সেরকম কাজ-ই আবার শুরু করেছেন যা উইকিপর ভাষায় অসংহতিমূলক সম্পাদনা যা ধ্বংসপ্রবণতার মতোই একটি গুরুতর অপরাধ। আপনি একজন অভিজ্ঞ সম্পাদক, অথচ আপনি ধর্ম, যৌনতা, নগ্নতা, ইত্যাদি বিষয়ে সম্পাদনা করতে গেলে দেখেও না দেখার ভান করছেন। আসিফ মহিউদ্দীন নিবন্ধে বাংলাদেশি গণমাধ্যমসহ, নিউ ইয়র্ক টাইমস, হাফিংটন পোস্ট, ডয়েচে ভেলেসহ ইত্যাদি না গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণমাধ্যমের কাভারেজ এবং তার ব্যক্তিগত অবদানও রয়েছে। আপনি সব জেনেও এই অর্থহীন আলোচনা করে সবার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন। এ বিষয়ে তাই আমি আন্তরিকভাবে আপনাকে শেষবারের মতো এ ধরনের আচরণ পরিহার করার অনুরোধ করবো। আমার ব্যক্তিগত মতে আপনার এধরনের নিবন্ধগুলোতে সম্পাদনা করাই উচিত না। তবে তারপরেও আপনি এমটি চালিয়ে গেলে আপনার ক্ষেত্রে সম্প্রদায়ের কাছে বিষয়বস্তু ব্যানের অনুরোধের মতো পদক্ষেপের নেওয়া ছাড়া উপায় থাকবে না। ধন্যবাদ। — [[User:Wikitanvir|তানভির]] • ০৯:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
:::::: তানভীর ভাই, কিছু মনে করবেন না, আজহারীকে নিয়ে আমি বর্তমান বাংলাদেশী অগ্রগণ্য সংবাদ ওয়েবসাইটে যথেষ্ট কভারেজ দেখি, গুগলে সার্চ করলেই ব্যাপক মূলধারার গনমাধ্যমের সংবাদ তথ্যসূত্র পাবেন। এটাও তো একই রকম কভারেজ, তারপরও আপনি কেন আজহারীর নিবন্ধকে উল্লেখযোগ্য মনে করলেন না? আজহারীর কি কোনই ব্যক্তিগত অবদান নেই? [[ব্যবহারকারী:Lazy-restless|Lazy-restless]] ([[ব্যবহারকারী আলাপ:Lazy-restless|আলাপ]]) ১৬:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
::::::: {{Ping|Lazy-restless}} আজহারীর কাভারেজের গভীরতার সাথে আসিফ মহিউদ্দীনের কাভারেজের কোনো তুলনাই চলে না। আসিফ মহীউদ্দীনের কাভারেজ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মিডিয়ায়। তিনি বিশ্বের সবচেয়ে বড়ো ওয়েব ব্লগ প্রতিযোগীতায় পুরষ্কার পেয়েছেন। আজহারীর ব্যাপারে কাভারেজ, তার ধর্মান্তরিত ও বিতর্কিতমূলক ওয়াজের কারণে সরকার সংশ্লিষ্টদের বিবৃতি, আর অপরপক্ষের তার প্রতি জনপ্রিয়তা। তিনি গুরুত্বপূর্ণ কোনো পদে নেই, তার কোনো পুরষ্কার, একাডেমিক কোনো স্বতন্ত্রতা নেই যা তার পিয়ারদের মাধ্যমে সুস্থাপিত। বিভিন্ন সময় এরকম অনেকে দেশি গণমাধ্যমে উঠেন আর পরে খোঁজ পাওয়া যায় না। উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা সাময়িক নয়, স্থায়ী হতে হয়। যাই হোক, আপনার সাথে এই আলোচনার আমার কাছে কোনো ফলপ্রসু আলোচনাই মনে হচ্ছে না। তাই এই স্টাইলে আলোচনা চললে এখানেই আমার বক্তব্যের সমাপ্তি। ভালো থাকুন। — [[User:Wikitanvir|তানভির]] • ২১:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)
 
== উইকিম্যানিয়ার বৃত্তির আবেদন গ্রহণ শুরু ==