তসলিমা নাসরিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
VolkovBot (আলোচনা | অবদান)
রোবট যোগ করছে: ar:تسليمه نسرين
Bdwreport (আলোচনা | অবদান)
Taslima Nasreen
১ নং লাইন:
'''তসলিমা নাসরিন''' বাংলাদেশের বিখ্যাতআলোচিত ও বিতর্কিত [[নারীবাদী]] সাহিত্যিক। তিনি নিজেকে অসাম্প্রদায়িক ও মানবতাবাদী হিসেবে আখ্যায়িত করেন। তাঁর রচনা সমূহের মধ্যে লজ্জা, আমার মেয়েবেলা, দ্বিখণ্ডিত, গোল্লাছুট ইত্যাদি উল্লেখযোগ্য।
==বিতর্ক ও সমালোচনা==
সাহিত্য রচনায় ব্যক্তিগত ও শারীরিক আকাঙ্খাকে কেন্দ্রবিন্দু হিসেবে আবর্তিন- এটি ছিল তার লেখার বৈশিষ্ট্য। এর সাথে যখন ইসলাম ধর্ম, কুরআন এবং নবী মুহাম্মদকে সমালোচনার লক্ষ্যবস্তু করা হয়, দেশেব্যাপী এবং বিদেশেও সে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়। কিছু ধর্মভিত্তিক সংগঠনগুলোর নেতৃত্ব তার মৃত্যুদন্ড ঘোষণা করে। এখানে উল্লেখ্য মুসলিমদের অনুসরিত কুরআন ও হানিসকে ভুল অনুবাদ করে তার ব্যক্তিগত ব্যাখ্যা প্রদান সাধারণ জনগণের মনেও অসন্তোষের সৃষ্টি করে। পরবর্তিতে সামঞ্জস্য বিধানের জন্য হয়তো হিন্দু ধর্মকেও সমালোচনা করে এবং ভারতীয়দের সহানুভুতি হারায়। তার রচিত “খ” তার জন্য সবচে বিপর্জয় ডেকে আনে। ঐ উপন্যাসে সে দেশের প্রথম সারির সাহিত্যিক ও বুদ্ধিজীবিদের চরিত্র হনন করার প্রয়াস চালায়।