পক প্রণালী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
১ নং লাইন:
[[Image:NASA satellite photo of Rama's Bridge.jpeg|thumb|300px|right|পক প্রণালীর উপগ্রহ চিত্র; ডানদিকে (উত্তরে) তামিলনাড়ু এবং বামদিকে (দক্ষিণে) শ্রীলঙ্কার উত্তরাংশ। এই চিত্রটি রাম কর্মভূমি আন্দোলনকারীরা পৌরাণিক রামসেতুর প্রমাণ হিসেবে দাখিল করছেন।]]
[[Image:Adams bridge map.png|thumb|300px|right|মানচিত্রে পক প্রণালী]]
'''পক প্রণালী''' ([[তামিল ভাষা|তামিল]]: '''''பாக்கு நீரிணை''''' ; [[ইংরেজি]]: '''''Palk Strait''''') [[ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল|ভারতীয় রাজ্য]] [[তামিলনাড়ু]] ও [[দ্বীপরাষ্ট্র]] [[শ্রীলঙ্কা|শ্রীলঙ্কার]] মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এটি উত্তরপূর্বে অবস্থিত [[বঙ্গোপসাগর]] ও দক্ষিণে অবস্থিত [[মান্নার উপসাগর|মান্নার উপসাগরকে]] একসঙ্গে যুক্ত করেছে। এই প্রণালীটির ৪০ থেকে ৮৫ মাইল (৬৪-১৩৭ কিলোমিটার) প্রশস্ত। বেশ কয়েকটি নদী এই প্রণালীতে পতিত হয়েছে। তার মধ্যে তামিলনাড়ুর [[ভাইগাই নদী]] উল্লেখযোগ্য। [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ যুগের]] [[মাদ্রাজ প্রেসিডেন্সি|মাদ্রাজ প্রেসিডেন্সির]] গভর্নর (১৭৫৫-১৭৬৩) [[রবার্ট পক|রবার্ট পকের]] নামে এই প্রণালী নামাঙ্কিত।
 
এই প্রণালীর দক্ষিণ দিকে ছড়িয়ে আছে নিচু দ্বীপের একটি সারি এবং অসংখ্য ডুবোপাহাড় ও মগ্ন চড়া। এগুলিকে একত্রে বলা হয় অ্যাডামস ব্রিজ। ভারতীয় ভাষায় এর প্রকৃত নাম রামসেতু। এই দ্বীপের সারিটি তামিলনাড়ুর [[রামেশ্বরম|রামেশ্বরমের]] [[ধনুষ্কোডি]] ও শ্রীলঙ্কার [[মান্নার|মান্নারের]] [[তালাইমান্নার|তালাইমান্নারের]] মধ্যে প্রসারিত। রামেশ্বরম দ্বীপটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে [[পাম্বান সেতু]] দ্বারা যুক্ত।