বলাইচাঁদ মুখোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
JHUTANDA (আলোচনা | অবদান)
→‎জন্ম ও পরিবার: পিতা এবং মাতার জীবিকার পাশে একটি লাইন লিখেছি এবং ব্যাঙ্গ বানানটি সংশোধন করেছি।
১৭ নং লাইন:
| পুরস্কার =
}}
'''বলাইচাঁদ মুখোপাধ্যায়''' (জন্ম: [[১৯ জুলাই]], [[১৮৯৯]] - মৃত্যু: [[৯ ফেব্রুয়ারি]], [[১৯৭৯]]) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও [[কবি]]। তিনি '''''বনফুল''''' ছদ্মনামেই অধিক পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের [[বিহার|বিহার রাজ্যের]] মনিহারীতে তিনি জন্মগ্রহণ করেন।<ref name="b">হংসনারায়ণ ভট্টাচার্য বিরচিত ''বঙ্গসাহিত্যাভিধান'', ২য় খণ্ড, ১৯৯০ খ্রি.</ref>
 
==জন্ম ও পরিবার==
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের পিতার নাম ডা. সত্যচরণ মুখোপাধ্যায় ও মাতা মৃণালিনী দেবী। তার পিতা একজন ডাক্তার ছিলেন এবং মাতা গৃহ বধু ছিলেন। তাদের আদি নিবাস [[হুগলী জেলা]]র শিয়াখালা। কিন্তু তিনি [[বিহার|বিহারের]] [[পূর্ণিয়া জেলা]]র মণিহারী গ্রামে জন্মগ্রহণ করেন।<ref name="ReferenceA">[[সেলিনা হোসেন]] ও নুরুল ইসলাম সম্পাদিত; ''[[বাংলা একাডেমী]]'' চরিতাভিধান; ফেব্রুয়ারি, ১৯৯৭; পৃষ্ঠা- ২৪৪।</ref> তার অনুজ অরবিন্দ মুখোপাধ্যায় খ্যাতনামা চিত্রপরিচালক।
 
==শিক্ষা ও কর্মজীবন==
প্রথমে মণিহারী স্কুলে এবং পরে [[সাহেবগঞ্জ জেলা]]<nowiki/>র সাহেবগঞ্জ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। শেষোক্ত স্কুল থেকে ১৯১৮ খ্রিষ্টাব্দে প্রবেশিকা (এন্ট্রান্স) পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২০ খ্রিষ্টাব্দে তিনি আই.এস.সি, পরীক্ষায় উত্তীর্ণ হন হাজারীবাগ সেন্ট কলম্বাস কলেজ থেকে। [[কলকাতা মেডিকেল কলেজ|কলকাতা মেডিকেল কলেজে]] চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেন তবে পাটনা মেডিক্যাল কলেজে থেকে এম.বি, ডিগ্রী লাভ করেন। প্যাথলজিস্ট হিসাবে ৪০ বৎসর কাজ করেছেন। ১৯৬৮ খ্রিষ্টাব্দ থেকে স্থায়ীভাবে কলকাতায় বসবাস করতে শুরু করেন। ১৯৭৯ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি তারিখে কলকাতা শহরে তার মৃত্যু হয়।<ref name="b" />
 
বলাইচাঁদ মুখোপাধ্যায় কৈশোর থেকেই লেখালেখি শুরু করেন। শিক্ষকদের কাছ থেকে নিজের নাম লুকোতে তিনি '''বনফুল''' [[ছদ্মনাম|ছদ্মনামের]] আশ্রয় নেন। ১৯১৫ খ্রিষ্টাব্দে সাহেবগঞ্জ স্কুলে পড়ার সময় [[মালঞ্চ]] পত্রিকায় একটি [[কবিতা]] প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে। ''শনিবারের চিঠি'' তে ব্যঙ্গব্যাঙ্গ কবিতা ও প্যারডি কবিতা লিখে সাহিত্য জগৎতে নিজের আসন স্থায়ী করেন। এছাড়াও নিয়মিত [[প্রবাসী]], [[ভারতী]] এবং সমসাময়িক অন্যান্য পত্রিকায় ছোটগল্প প্রকাশ করেন।<ref name="b"/>
 
== প্রকাশনা ==