জর্জিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১১৭ নং লাইন:
'''জর্জিয়া''' ([[জর্জীয় ভাষা|জর্জীয় ভাষায়]]: საქართველო ''সাকার্ত্‌ভ়েলো'') [[পূর্ব ইউরোপ|ইউরোপের]] একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানীর নাম [[তিবি‌লিসি]]। জর্জিয়া [[কৃষ্ণ সাগর]] ও [[কাস্পিয়ান সাগর|কাস্পিয়ান সাগরের]] মধ্যে অবস্থিত স্থলযোটক [[দক্ষিণ ককেশাস]] অঞ্চলের সবচেয়ে পশ্চিমে অবস্থিত রাষ্ট্র। দক্ষিণ ককেশাসের অন্য রাষ্ট্রগুলি হল [[আজারবাইজান]] ও [[আর্মেনিয়া]]।
 
জর্জিয়ার ভূমিরূপ বিচিত্র। এখানে রয়েছে উচ্চ পর্বতমালা এবং উর্বর উপকূলীয় নিম্নভূমি। জনসংখ্যার অধিকাংশই [[জর্জীয় জাতি|জর্জীয় জাতির]] লোক। [[১৯২২]] সালে দেশটিকে [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] অন্তর্ভুক্ত করা হয়। [[১৯৯১]] সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে রাজনৈতিক টানাপোড়েন ও গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। এইসব ঘটনার কারণে এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলির সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন হবার ফলে জর্জিয়ার অর্থনীতিতে ধ্বস নামে। তবে [[১৯৯০]]-এর দশকের মাঝামাঝি নাগাদ রাজনৈতিক সংঘাত কমে গেলে এবং মুক্ত বাজার সংস্কারগুলি প্রতিষ্ঠিত হলে দেশটির অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসে। [[১৯৯৫]] সালের আগস্ট মাসে জর্জিয়ার প্রথম সোভিয়েত-উত্তর সংবিধান পাস হয়।
 
জর্জিয়ার সীমানার অভ্যন্তরে দুইটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র বিদ্যমান। একটি হল জর্জিয়ার দক্ষিণ-পশ্চিম কোনায় অবস্থিত [[আজারিয়া]] এবং অপরটি দেশের উত্তর-পশ্চিম বাহুতে অবস্থিত [[আবখাজিয়া]]। দুইটি প্রজাতন্ত্রেরই কৃষ্ণ সাগরে এক চিলতে উপকূল আছে। এছাড়াও [[দক্ষিণ অসেটিয়া]] নামের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল দেশের উত্তরে মধ্যভাগে অবস্থিত। আবখাজিয়া ও দক্ষিণ অসেটিয়ার উত্তরে [[রাশিয়া]] অবস্থিত। আজারিয়ার দক্ষিণে [[তুরস্ক]] অবস্থিত।