দাত্তু ফাড়কর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন - অনুচ্ছেদ সৃষ্টি!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = দাত্তু ফাড়কর
| image = দাত্তু ফাড়কর.jpg
১১ নং লাইন:
| heightft =
| heightinch =
| family =
 
| batting = ডানহাতি
৬৩ নং লাইন:
}}
 
'''দত্তত্রয়া গজানন দাত্তু ফাড়কর''' ({{অডিও|Dattu_Phadkar.ogg|উচ্চারণ}}; {{lang-mr|दत्तू फडकर}}; [[জন্ম]]: [[১২ ডিসেম্বর]], [[১৯২৫]] - [[মৃত্যু]]: [[১৭ মার্চ]], [[১৯৮৫]]) তৎকালীন [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] মহারাষ্ট্রের কোলাপুর এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[ভারত জাতীয় ক্রিকেট দল|ভারত ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৪৭ থেকে ১৯৫৮ সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে [[বাংলা ক্রিকেট দল|বাংলা]], [[হিন্দু ক্রিকেট দল|হিন্দু]], মহারাষ্ট্র, মুম্বই ও রেলওয়েজ দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ [[অল-রাউন্ডার]] হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ফাস্ট মিডিয়াম কিংবা অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন '''দাত্তু ফাড়কর'''।
৭২ নং লাইন:
১৯৪২-৪৩ মৌসুম থেকে ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত দাত্তু ফাড়করের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। এক দশককাল ভারতীয় ক্রিকেটে প্রকৃত অল-রাউন্ডার হিসেবে একনিষ্ঠ সেবা দিয়ে গেছেন। চল্লিশের দশকের শেষ দিক থেকে পঞ্চাশের দশকের শেষ দিক পর্যন্ত দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্রিকেটারের মর্যাদা লাভ করেছেন। দীর্ঘদেহী, আকর্ষনীয় শারীরিক গড়ন ছিল তার। আক্রমণধর্মী মাঝারিসারির ব্যাটসম্যান ছিলেন দাত্তু ফাড়কর। মিডিয়াম পেস বোলিংয়ে উইকেটের উভয় দিকেই বলকে সুইং করানোয় দক্ষ ছিলেন। সচরাচর স্লিপ অঞ্চলে [[ফিল্ডিং (ক্রিকেট)|ফিল্ডিং]] করতেন। তিনি তার সময়কালে অন্যতম সেরা ক্রিকেট তারকার পরিচিতি লাভ করেন।
 
১৭ বছর বয়সে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে দাত্তু ফাড়করের। ১৯৫০-৫১ মৌসুমে বোম্বে দলের অধিনায়কের মর্যাদা পান। ১৯৪৮-৪৯ মৌসুমে মহারাষ্ট্রের বিপক্ষে অনুষ্ঠিত খেলাটিতে সর্বমোট ২৩৭৬ রান উঠে। তিনি ১৩১ ও ১৬০ এবং ৩/১৪২ ও ৩/১৬৮ লাভ করেন।<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/18/18796.html Maharashtra v Bombay 1948-49]</ref> ১৯৫০-৫১ মৌসুমে মহারাষ্ট্রের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ প্রথম-শ্রেণীর রান ২১৭ সংগ্রহ করেন। এ পর্যায়ে বোম্বে দল ৭২৫/৮ তুলে ইনিংস ঘোষণা করে।<ref>[https://cricketarchive.com/Archive/Scorecards/19/19585.html Bombay v Maharashtra 1950-51]</ref> ইংল্যান্ডের পেশাদার [[ল্যাঙ্কাশায়ার লীগ|ল্যাঙ্কাশায়ার লীগে]] [[নেলসন ক্রিকেট ক্লাব|নেলসন]] ও [[Central Lancashire Cricket League|সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লীগে]] [[Rochdale Cricket Club|রোচডেল দলের]] প্রতিনিধিত্ব করেন।
 
রঞ্জী ট্রফিতে ৪৬.৮২ গড়ে ১৯২০ রান ও ১৬.৬১ গড়ে ২১৬ [[উইকেট]] পেয়েছেন।
 
১৩টি অনানুষ্ঠানিক টেস্টে অংশ নিয়েছিলেন দাত্তু ফাড়কর। ১৯৪৯-৫০ মৌসুম থেকে ১৯৫০-৫১ মৌসুম পর্যন্ত সফররত কমনওয়েলথ দলের বিপক্ষে দশটি টেস্টে অংশ নেন তিনি। তন্মধ্যে, শেষ সিরিজে ভারত দল চার জন অধিনায়ককে দল পরিচালনায় আমন্ত্রণ জানায়। ফাড়কর শেষ টেস্টে এ দায়িত্বে ছিলেন।