উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
43.245.122.96-এর সম্পাদিত সংস্করণ হতে Nokib Sarkar-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
১ নং লাইন:
{{PGen}}
আমাদের প্রিয় নবী রাসূল (সা.) এর নামের পূর্বে আমরা সবসময় ‘হযরত’ শব্দ ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ইসলামিক চিন্তাবিদগণও তাদের নামের পূর্বে ‘হযরত’ শব্দ ব্যবহার করে থাকেন। এতে অনেক সময় সাধারণ মানুষ না বুঝে বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। সাধারণ মানুষেরা মনে করে, ‘হযরত’ শব্দটি শুধু নবী রাসূলের নামের পূর্বেই ব্যবহার করা যায়। আপনি জানেন কি, ইসলামিক চিন্তাবিদেরা কেন তাদের নামের পূর্বে ‘হযরত’ ব্যবহার করেন। অনেক সময় ইসলামিক চিন্তাীবদগণ নামের পূর্বে ‘হযরত’ শব্দ ব্যবহার করার কারণে অনেক সময় সাধারণ মানুষের কাছে অপমানিত হন।
{{cquote| '''Доверяй, но проверяй''' (দোভেরিয়াই নো প্রোভেরিয়াই)<br />—'''আস্থা রাখো কিন্তু যাচাই করো''' (রুশ প্রবাদ)}}
{{পুনর্নির্দেশ|WP:V|ধ্বংসপ্রবণতার|উইকিপিডিয়া:ধ্বংসপ্রবণতা}}
{{policy|WP:V|WP:VERIFY|WP:SOURCE}}
{{nutshell|বিষয়বস্তুর সত্যতা দাবি করা হবে, বা হতে পারে, এবং সকল উক্তি অবশ্যই নির্ভরযোগ্য, প্রকাশিত সূত্র হতে প্রাপ্ত হতে হবে।}}
 
উইকিপিডিয়াতে কেবলমাত্র তা-ই প্রকাশ করা যাবে যা '''যাচাইযোগ্য'''([[w:Wikipedia:Verifiability|Verifiable]]) এবং যা কোন [[উইকিপিডিয়া:কোন মৌলিক গবেষণা নয়|মৌলিক গবেষণা নয়]]।
অনেকেই মনে করেন ‘হযরত’ শব্দের অর্থ প্রভু। যেহেতু ইসলামিক চিন্তাবিদগণ তাদের নামের পূর্বে ‘হযরত’ শব্দ ব্যবহার করে থাকেন, তাই এখনই জেনে নিন এর সঠিক অর্থ-
 
একটি সম্পূর্ণ ও নির্ভরযোগ্য বিশ্বকোষে পরিণত হওয়া উইকিপিডিয়ার লক্ষ্য। আর উইকিপিডিয়ার একটি নির্ভরযোগ্য বিশ্বকোষে পরিণত হবার চাবিকাঠি হল যাচাইযোগ্যতা। আমাদেরকে মনে রাখতে হবে যে একটি বিশ্বকোষে অন্তর্ভুক্তিযোগ্য নিবন্ধে কেবলমাত্র সে-সব তথ্য, মতামত, তত্ত্ব, ধারণা ও যুক্তির সন্নিবেশ ঘটবে, যেগুলো ইতিমধ্যে কোন খ্যাতনামা প্রকাশক প্রকাশ করেছেন। সে লক্ষ্যে সম্পাদকদের কোন কিছু সম্পাদনা/সংযোজন-বিয়োজনের সময় অবশ্যই বিশ্বাসযোগ্য উৎস নির্দেশ করতে হবে, যাতে অন্যান্য পাঠক ও সম্পাদকেরা সহজেই নতুন সম্পাদনাকর্মটি যাচাই করে নিতে পারেন।
وعليكم السلام ورحمة الله وبركاته
 
এখানে উল্লেখ্যঃ "যাচাইযোগ্যতা" বলতে এখানে এটা বোঝানো হচ্ছে না যে উইকিপিডিয়ার সম্পাদকদেরকে কোন মাধ্যমে প্রকশিত তথ্য, যেমন কোন বাংলা দৈনিকে প্রকাশিত একটি তথ্য, আসলেই সত্য কি না তা যাচাই করতে হবে। এ-ধরনের যাচাইয়ের ব্যপারে উইকিপিডিয়ার সম্পাদকদের নিরুত্সাহিত করা হয়, কারণ এ-ধরনের যাচাইকর্ম মৌলিক গবেষণার পর্যায়ে পড়ে। আর সম্পাদকের নিজস্ব মৌলিক গবেষণা প্রকাশ উইকিপিডিয়ার মূলনীতি বহির্ভূত।
بسم الله الرحمن الرحيم
 
তাহলে উইকিপিডিয়ার একটি নিবন্ধে কী ধরনের তথ্য, মতামত, যুক্তি, ইত্যাদি থাকবে? সে-সব জিনিষই থাকবে যে-সব কোন বিশ্বাসযোগ্য বা খ্যাতনামা প্রকাশক কর্তৃক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু এগুলোর পরম সত্যতা-অসত্যতা যাচাই করা এই বিশ্বকোষের সম্পাদকদের কাজ নয়। আজগুবি লাগলেও এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে যে, '''উইকিপিডিয়াতে কোনকিছুর অন্তর্ভুক্তির আসল পরীক্ষা সেটির সত্যতা নয়, বরং সেটির যাচাইযোগ্যতা'''। বলা বাহুল্য যে সম্পাদকদের অবশ্যই ভালো উত্স থেকে তাঁদের লেখার উপকরণ সংগ্রহ করতে হবে।
আসলে ‘হযরত’ মানে প্রভু নয়। হযরত শব্দের অর্থ হল: মাননীয়, মহামান্য, সম্মানিত। আমরা বাংলায় জনাব বলতে যা বুঝাই হযরত অর্থও তা’ই। আশা করি অনেকের বিভ্রান্তি কেটে গেছে।
{{Content policy list}}
উইকিপিডিয়ায় পরিবেশিত তথ্যের প্রকৃতি কেমন হবে, সে ব্যাপারে '''তিনটি''' প্রধান নীতি আছে, যাদের একটি হল [[উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা]]। এ-সম্পর্কিত অন্য দু'টি প্রধান নীতি হল [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]] এবং [[উইকিপিডিয়া:কোন মৌলিক গবেষণা নয়]]। মূলনীতি তিনটি একে অপরের পরিপূরক এবং সে-ভাবেই এগুলোকে জানতে হবে, বিছিন্নভাবে নয়। তাই সম্পাদকদের এই তিনটি মুলনীতি সম্পর্কেই যথাযথ ধারণা অর্জন করতে হবে।
 
==উদ্ধৃতির প্রদানের দায়িত্ব==