নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিষ্কারকরণ
৮৩ নং লাইন:
# '''ওয়ার্ড নং ০২''' : কুটিপাড়া, নয়ামাটি, তাঁতিবাজার, উত্তর টানবাজার, গলাচিপা, পালপাড়া, চাষাড়া, খানপুর, মোকারবা, হাজীগঞ্জ, রওশনবাগ, বাবুরাইল।
# '''ওয়ার্ড নং ০৩''' : মদনগঞ্জ, সোনাকান্দা, বন্দর, একরামপুর ও নবীগঞ্জ।
নারায়ণগঞ্জ ১৮৭৬ সালে পৌরসভায় পরিণত হলেও [[ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ব্রিটিশ ভারতে]] বিভিন্ন সময় জারিকৃত পৌর আইনের বিভিন্ন ধারা প্রাচীন কাল থেকেই নারায়ণগঞ্জে কার্যকর ছিল। নারায়ণগঞ্জ১৯৫২ পৌরসভায়সালে পৌরসভাকে ৭.৫ বর্গমাইলে বিস্তৃত করা হয়। ১৯৫৭ সালে পৌরসভাকে ২০ টি ওয়ার্ডে বিভক্ত করে ১৯৫৮ সালের ফেব্রুয়ারি মাসে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭২ সালে পৌরসভাকে ১২টি ওয়ার্ডে পরিণত হওয়ারকরা পরইহয় আধুনিকএবং শহরেনারায়ণগঞ্জ রূপান্তরেরওয়ার্ডে সুযোগতিনজন, পায়।বাকি নারায়ণগঞ্জেসব ব্যাপকওয়ার্ডে হারেদুইজন ইউরোপীয়দেরকরে কমিশনার, দুইজন মনোনীত কমিশনার, একজন ভাইস চেয়ারম্যান ও একজন চেয়ারম্যানসহ সর্বমোট ২৯ জন সদস্য নিয়ে পৌর কমিটি গঠিত হয়। ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে নারায়ণগঞ্জ বসবাসেরপৌর কারনেনির্বাচনে পৌরসভার পরিচালনাশ্রমিক ভারনেতা একরকমআলী তাদেরআহম্মদ উপরচুনকা ন্যাস্ত[[আওয়ামী ছিল।এইলীগ|আওয়ামী কারনেলীগের]] নারায়ণগঞ্জেরপ্রার্থী নগরায়নখোকা পাশ্চাত্যেরমহিউদ্দিনের অনুকরনেজয়ী হতেহন। থাকে।
১৯৫২ সালে পৌরসভাকে ৭.৫ বর্গমাইলে বিস্তৃত করা হয়। ১৯৫৭ সালে পৌরসভাকে ২০ টি ওয়ার্ডে বিভক্ত করে ১৯৫৮ সালের ফেব্রুয়ারি মাসে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭২ সালে পৌর সভাকে ১২টি ওয়ার্ডে পরিণত করা হয় এবং নারায়ণগঞ্জ ওয়ার্ডে তিনজন, বাকি সব ওয়ার্ডে দুইজন করে কমিশনার, দুইজন মনোনীত কমিশনার, একজন ভাইস চেয়ারম্যান ও একজন চেয়ারম্যান সহ সর্বমোট ২৯ জন সদস্য নিয়ে পৌর কমিটি গঠিত হয়।
 
১৬ই২০০৩ জানুয়ারিসালের ২০০৩১৬ সালেফেব্রুয়ারি নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত হন তারইআলী আহম্মদের মেয়ে [[সেলিনা হায়াৎ আইভী|ডাক্তার সেলিনা হায়াৎ আইভি]] পৌর সভাপৌরসভা বিলুপ্তি হওয়ার আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।
১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে নারায়ণগঞ্জ পৌর নির্বাচনে শ্রমিক নেতা [[আলী আহম্মদ চুনকা]] [[আওয়ামী লীগ|আওয়ামী লীগের]] প্রার্থী খোকা মহিউদ্দিনের বিরুদ্ধে বিপুল ভোটে জয়ী হন।
 
১৬ই জানুয়ারি ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম মহিলা চেয়ারম্যান নির্বাচিত হন তারই মেয়ে [[সেলিনা হায়াৎ আইভী|ডাক্তার সেলিনা হায়াৎ আইভি]] । পৌর সভা বিলুপ্তি হওয়ার আগ পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন।
৫মে২০১১ সালের ৫ ২০১১সালেমে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসূল পৌরসভা, এই তিনটি পৌরসভাকে বিলুপ্ত করে ২৭ টি২৭টি ওয়ার্ডওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় '''নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন'''। নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক নিয়োগ দেওয়া হয় শাহ কামাল।কামালকে। ৩০ অক্টোবর ২০১১ সালে নারায়ণগঞ্জে প্রথম বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন' নির্বাচন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জেরনির্বাচনে প্রথমসেলিনা নির্বাচিতহায়াৎ মেয়রওআইভি ডাক্তারমেয়র সেলিনাহিসেবে হায়াৎজয়লাভ আইভি।করেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা সিটি কর্পোরেশনের [[মেয়র]]।প্রথম নারী মেয়র।
 
== ওয়ার্ডসমূহ ==
১৫২ ⟶ ১৫১ নং লাইন:
|-
|}<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.ncc.gov.bd/|শিরোনাম=Narayanganj City Corporation|কর্ম=ncc.gov.bd}}</ref>
 
== যোগাযোগ ==
নারায়ণগঞ্জ এর যোগাযোগ ব্যবস্থা এখন এখন প্রায় বেশ উন্নত। ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসতে মহাসড়ক এবং সিদ্দিরগঞ্জ রোড ব্যবহার করা হয়।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
== বহিঃসংযোগ ==
 
{{বাংলাদেশের সিটি কর্পোরেশন}}