এদুয়ার্দো ফ্রেই মোন্তাল্‌বা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
| image=FreiMontalva.jpg
| order=[[চিলির রাষ্ট্রপতি|চিলির ২৮তম রাষ্ট্রপতি]]
| term_start=[[৩রা নভেম্বর]], [[১৯৬৪]]
| term_end=[[৩রা নভেম্বর]], ১৯৭০
| predecessor=[[হোর্হে আলেস্‌সান্দ্রি]]
| successor=[[সালবাদোর আইয়েন্দে]]
| birth_date=[[১৬ই জানুয়ারি]], [[১৯১১]]
| birth_place=[[সান্তিয়াগো, চিলি]]
| death_date=[[২২শে জানুয়ারি]], [[১৯৮২]]; ৭১ বছর বয়সে
| death_place=[[সান্তিয়াগো, চিলি]]
| spouse=[[মারিয়া রুইস-তাগ্‌লে হিমেনেস]]
১৮ নং লাইন:
| vicepresident=
}}
'''এদুয়ার্দো নিকানোর ফ্রেই মোন্তাল্‌বা''' ([[স্পেনীয় ভাষা|স্পেনীয় ভাষায়]]: Eduardo Niconor Frei Montalva) ([[১৬ই জানুয়ারি]], [[১৯১১]] – [[২২শে জানুয়ারি]], [[১৯৮২]]) [[১৯৬৪]] সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত [[চিলি|চিলির]] রাষ্ট্রপতি ছিলেন। মোন্তাল্‌বা চিলির এক ধনী ক্যাথলিক পরিবারে জন্ম নেন। তিনি [[১৯৩৩]] সালে [[চিলির ক্যাথলিক বিশ্ববিদ্যালয়]] থেকে [[আইন]] বিষয়ে স্নাতক হন এবং একই বিশ্ববিদ্যালয়ে শ্রমিক আইনের উপর অধ্যাপনা শুরু করেন। রক্ষণশীল দলের সদস্য হিসেবে রাজনীতি শুরু করলেও তিনি [[ফ্যাসিবাদ]]-বিরোধী ক্যাথলিক আন্দোলন [[ফালান্‌হে নাসিওনাল]] (Falange Nacional)-এর একজন প্রতিষ্ঠাদানকারী নেতায় পরিণত হন। দলটি [[১৯৫৭]] সালে [[পার্তিদো দেমক্রাতিকো ক্রিস্তিয়ানো]] নাম নেয় (Partido Demócratico Cristiano)। এর আগে [[১৯৪৫]] সালে তিনি চিলির পূর্তমন্ত্রী এবং [[১৯৪৯]] সালে চিলির সিনেটের সদস্য ছিলেন। তিনি [[১৯৬৪]] সালে [[সালবাদোর আইয়েন্দে|সালবাদোর আইয়েন্দেকে]] বড় ব্যবধানে পরাজিত করে চিলির রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন। তবে বামপন্থী আইয়েন্দে যাতে ক্ষমতায় আসতে না পারে, এ জন্য মোন্তাল্‌বা মার্কিন গোয়েন্দা সংস্থা [[সিআইএ]]-র কাছ থেকে গোপনে প্রায় ৩০ লক্ষ মার্কিন ডলার সাহায্য পান, যা তার নির্বাচনী প্রচারণায় তথা প্রোপাগান্ডায় ব্যয় করা হয়। <ref>এ সম্পর্কিত বিস্তারিত পড়ুন সিআইএ-র ওয়েবসাইটের এই পৃষ্ঠায়: https://www.cia.gov/library/reports/general-reports-1/chile/index.html#14</ref>
 
তিনি শিক্ষা ও সমাজকল্যাণের সম্প্রসারণ, কৃষি সংস্কার, ও চিলির [[তামা|তামার]] খনিগুলির আংশিক জাতীয়করণের বিভিন্ন প্রকল্প শুরু করেন। চিলির তামার খনিগুলির মূল নিয়ন্ত্রণ তখন আমেরিকান কোম্পানিদের হাতে ছিল। কিন্তু তার সংস্কার কাজগুলি রক্ষণশীলেরা পছন্দ করে নি। বামপন্থীরাও মুদ্রাস্ফীতি ও শ্রমিক অসন্তোষের ব্যাপারে তার কাজকর্ম এবং সম্পদের কার্যকরী পুনর্বিতরণে তার ব্যর্থতাকে সুনজরে দেখেনি। ফলে ১৯৭০ সালে বামপন্থী [[সালবাদোর আইয়েন্দে]] চিলির রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং মোন্তাল্‌বা রাজনীতি থেকে অবসর নেন।