আলবেনীয় ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩০ নং লাইন:
}}
 
'''আলবেনীয় ভাষা''' (আলবেনীয় ভাষায়: Shqip) একটি [[ইন্দো-ইউরোপীয় ভাষা]]। বিশ্বের প্রায় ৬০ লক্ষ লোক এ ভাষায় কথা বলেন। এটি ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের কোন শাখার সদস্য নয়, তাই এটির কোন আত্মীয় ভাষা নেই। [[১৮৫৪]] সালে [[ফ্রান্‌ৎস বপ]] এটিকে ইন্দো-ইউরোপীয় ভাষা হিসেবে শনাক্ত করেন।
 
আলবেনীয় ভাষা মূলত [[আলবেনিয়া]]-তে প্রচলিত। এছাড়াও পার্শ্ববর্তী [[বলকান]] রাষ্ট্রসমূহ, [[গ্রিস]], [[তুরস্ক]] ও [[ইতালি|ইতালিতে]] এর প্রচলন আছে। আলেবেনীয় ভাষার দুইটি প্রধান উপভাষা-দল আছে — উত্তরে ঘেগ এবং দক্ষিণের তোস্ক। এই দুইটি আবার আরও অনেক উপভাষায় বিভক্ত এবং এগুলির কতগুলি পারস্পরিক বোধগম্য (mutually intelligible) না-ও হতে পারে। ভাষাটির ইতিহাস অস্পষ্ট; অন্য ইন্দো-ইউরোপীয় ভাষাগুলির সাথে ভাষাটির সুস্পষ্ট সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণ দ্বিবিধ। প্রথমত, ভাষাটি অন্য ভাষা থেকে প্রচুর শব্দ ঋণ নিয়েছে এবং এই শব্দগুলি ভাষাটির আধুনিক রূপ নির্মাণ করেছে। দ্বিতীয়ত, ভাষাটির অতি প্রাচীন নিদর্শন নেই বললেই চলে। ভাষাটির সবচেয়ে প্রাচীন লিখিত নিদর্শন [[১৫শ শতক]] থেকে পাওয়া এবং এগুলি ধর্মীয় বিষয়ের উপর লেখা।
 
[[১৯০৯]] সালে ভাষাটির একটি [[লাতিন বর্ণমালা]]-ভিত্তিক সরকারি বর্ণমালা প্রণয়ন করা হয়।
 
মান্য বা আদর্শ আলবেনীয় ভাষা আলবেনিয়া রাষ্ট্রের [[সরকারী ভাষা]]। আলবেনিয়ার সরকারি ভাষাটি [[তোস্ক উপভাষা|তোস্ক উপভাষার]] উপর ভিত্তি করে নির্মিত। এছাড়া এটি [[কসোভো]] ও [[ম্যাসিডোনিয়া|ম্যাসিডোনিয়ার]] সরকারী ভাষাগুলির একটি।