লরন্স অলিভিয়ে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৯ নং লাইন:
| awards = [[লরন্স অলিভিয়ে গৃহীত পুরস্কার ও মনোনয়ন তালিকা|পূর্ণ তালিকা]]
}}
'''লরন্স কার অলিভিয়ে, ব্যারন অলিভিয়ে''', {{Post-nominals|country=GBR|OM|size=100%|sep=,}} ({{lang-en|Laurence Olivier}}, {{IPAc-en|ˈ|l|ɒ|r|ən|s|_|k|ɜr|_|ɒ|ˈ|l|ɪ|v|i|eɪ}}; [[২২ মে]] [[১৯০৭]] - [[১১ জুলাই]] [[১৯৮৯]]) ছিলেন একজন ইংরেজ অভিনেতা ও পরিচালক। তার সমসাময়িক [[রাফ রিচার্ডসন]] ও [[জন জিলগুড|জন জিলগুডের]] পাশাপাশি তিনিও বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রিটিশ মঞ্চে তার দৃঢ় অবস্থান স্থাপন করেন। তিনি তার কর্মজীবনে পঞ্চাশের বেশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার শেষ জীবনে টেলিভিশনেও তিনি সফলতা লাভ করেন।
 
অলিভিয়ের সম্মাননার মধ্যে রয়েছে নাইটহুড (১৯৪৭), লাইফ পিরেজ (১৯৭০) এবং [[অর্ডার অব মেরিট]] (১৯৮১)। তার চলচ্চিত্র কর্মজীবনের জন্য তিনি চারটি [[একাডেমি পুরস্কার]], দুটি [[বাফটা পুরস্কার]], পাঁচটি [[এমি পুরস্কার]] ও তিনটি [[গোল্ডেন গ্লোব পুরস্কার]] লাভ করেন। জাতীয় নাট্যমঞ্চের সবচেয়ে বড় অডিটরিয়ামের নামকরণ করা হয় তার নামানুসারে, এবং সোসাইটি অব লন্ডন থিয়েটার প্রতি বছর তার স্মারক হিসেবে [[লরন্স অলিভিয়ে পুরস্কার]] প্রদান করে থাকে। তিনি তিনটি বিয়ে করেন। প্রথমটি অভিনেত্রী [[জিল এসমন্ড]] ১৯৩০ থেকে ১৯৪০ পর্যন্ত, দ্বিতীয়টি [[ভিভিয়েন লেই]] ১৯৪০ থেকে ১৯৬০ পর্যন্ত এবং [[জোন প্লোরাইট]] ১৯৬১ থেকে তার মৃত্যু পর্যন্ত।