ডাস্টিন হফম্যান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বহিঃসংযোগ: টেমপ্লেট যোগ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৯ নং লাইন:
}}
 
'''ডাস্টিন লি হফম্যান''' ({{lang-en|Dustin Lee Hoffman}}; জন্ম: [[৮ আগস্ট]] [[১৯৩৭]])<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Dustin Lee Hoffman, Born 08/08/1937 in California|ইউআরএল=https://www.californiabirthindex.org/birth/dustin_lee_hoffman_born_1937_1929184|ওয়েবসাইট=ক্যালিফোর্নিয়া বার্থ ইনডেক্স|সংগ্রহের-তারিখ=৮ আগস্ট ২০১৮|ভাষা=en}}</ref> হলেন একজন মার্কিন অভিনেতা ও পরিচালক। তিনি ১৯৬০-এর দশক থেকে চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চনাটকে অভিনয় করছেন। হফম্যান খলনায়ক চরিত্রে তার বিচিত্র অভিনয়ের জন্য সর্বাধিক প্রসিদ্ধ। তিনি ১৯৮০ সালের ''[[ক্রেমার ভার্সাস ক্রেমার]]'' ও ১৯৮৯ সালের ''[[রেইন ম্যান]]'' চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] জয় লাভ করেছেন।
 
হফম্যান সর্বপ্রথম মঞ্চনাটক ''এহ?''-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করে সমালোচকদের দৃষ্টি কাড়েন এবং এই কাজের জন্য তিনি থিয়েটার ওয়ার্ল্ড পুরস্কার ও ড্রামা ডেস্ক পুরস্কার অর্জন করেন। এই অর্জনের পর তিনি ''[[দ্য গ্র্যাজুয়েট]]'' (১৯৬৭) চলচ্চিত্রে বেঞ্জামিন ব্র্যাডক চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করে সাফল্য অর্জন করেন। এই কাজের পর থেকে তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন এবং মাঝে মাঝে টেলিভিশন ও মঞ্চে কাজ করেছেন। হফম্যান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ''[[মিডনাইট কাউবয়]]'' (১৯৬৯), ''প্যাপিলিয়ন'' (১৯৭৩), ''লেনি'' (১৯৭৪), ''ম্যারাথন ম্যান'' (১৯৭৬), ''[[অল দ্য প্রেসিডেন্ট্‌স মেন (চলচ্চিত্র)|অল দ্য প্রেসিডেন্ট্‌স মেন]]'' (১৯৭৬), ''স্ট্রেইট টাইম'' (১৯৭৮), ''[[ক্রেমার ভার্সাস ক্রেমার]]'' (১৯৭৯), ''[[টুটসি]]'' (১৯৮২), ''[[রেইন ম্যান]]'' (১৯৮৮)।<ref>{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Dustin Hoffman: 10 essential films|ইউআরএল=https://www.bfi.org.uk/news-opinion/news-bfi/lists/dustin-hoffman-10-essential-films|ওয়েবসাইট=বিএফআই|প্রকাশক=[[ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট]]|সংগ্রহের-তারিখ=৮ আগস্ট ২০১৮|ভাষা=en}}</ref> এছাড়া তিনি ''লিটল বিগ ম্যান'', ''স্ট্র ডগস'', ''হুক'', এবং ''ওয়েগ দ্য ডগ'' চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১২ সালে তিনি ''কোয়ার্টেট'' চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।