মেঘবতী সুকর্ণপুত্রী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৫ নং লাইন:
|religion = [[ইসলাম]]
}}
'''মেঘবতী সুকর্ণপুত্রী''' ([[ইন্দোনেশীয় ভাষা|ইন্দোনেশীয় ভাষায়]] Megawati Soekarnoputri ''মেগাউয়াতি সুকার্নোপুত্রি''; পূর্ণ নাম Diah Permata Megawati Setiawati Soekarnoputri) (জন্ম [[জানুয়ারি ২৩]], [[১৯৪৭]]) [[ইন্দোনেশিয়া|ইন্দোনেশিয়ার]] রাজনীতিবিদ এবং সাবেক রাষ্ট্রপতি, যিনি জুলাই ২০০১ থেকে [[অক্টোবর ২০]], ২০০৪ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ইন্দোনেশিয়ার স্বাধীনতার পর প্রথম মহিলা রাষ্ট্রপতি এবং ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণকারী নেতা।
 
ইন্দোনেশিয়ার প্রজাতান্ত্রিক পার্টির (পিডিআই) চেয়ারম্যান তিনি। ১৯৯২ সালের নির্বাচনে পিডিআই মাত্র ১৫% ভোট পায়। ১৯৯৩ সালে মেঘবতী পিডিআইয়ের নেতৃত্ব গ্রহণ করেন এবং তখন থেকে আধুনিক [[মুসলিম]] সমাজ, সামরিক কর্মকর্তা ও যুব সম্পদায় এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তিনি আত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। [[জুন ৭|৭ জুন]], ১৯৯৯ তারিখের নির্বাচনে পিডিআই ৩৪% ভোট পায়। ফলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা ক্ষমতা দখল করে। ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী ৫০০ সংসদ সদস্য ও ২০০ মনোনীত সরকারি কর্মকর্তা ১৯৯৯ সালের [[নভেম্বর]] মাসে [[আবদুর রহমান ওয়াহিদ|আবদুর রহমান ওয়াহিদকে]] [[রাষ্ট্রপতি]] ও মেঘবতীকে [[উপ-রাষ্ট্রপতি]] নির্বাচিত করা হয়।