ডেনিস হপার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
[[চিত্র:Dennis Hopper Cannes 2008.jpg|থাম্ব|ডান|[[কান চলচ্চিত্র উৎসব|২০০৮ কান চলচ্চিত্র উৎসবে]] ডেনিস হপার]]
 
'''ডেনিস লি হপার''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Dennis Lee Hopper; [[১৭ মে|১৭ই মে]] [[১৯৩৬]] - [[২৯ মে|২৯শে মে]] [[২০১০]])<ref>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=Dennis Hopper|ইউআরএল=https://www.telegraph.co.uk/news/obituaries/culture-obituaries/film-obituaries/7786470/Dennis-Hopper.html|সংগ্রহের-তারিখ=২৯ মে ২০১৮|কর্ম=[[দ্য টেলিগ্রাফ]]|তারিখ=৩০ মে ২০১০|ভাষা=ইংরেজি}}</ref> ছিলেন একজন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী ও চিত্রশিল্পী। [[অ্যাক্টরস স্টুডিও]]তে পড়াশুনার পর তিনি ১৯৫৪ সালে টেলিভিশনে কাজের মাধ্যমে তার পেশাদারী কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি [[জেমস ডিন|জেমস ডিনের]] সাথে ''[[রেবেল উইদাউট আ কজ]]'' (১৯৫৫) ও ''[[জায়ান্ট (১৯৫৬-এর চলচ্চিত্র)|জায়ান্ট]]'' (১৯৫৬) এবং ''গানফাইট অ্যাট দ্য ওকে কোর‍্যাল'' (১৯৫৭) চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তী এক যুগে তিনি টেলিভিশনে খ্যাতি অর্জন করেন। ১৯৬০-এর শুরু থেকে তিনি আলোকচিত্রী হিসেবে সমাদৃত হন এবং এই দশকের শেষের দিকে তিনি কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন।
 
১৯৬৯ সালে ''[[ইজি রাইডার]]'' চলচ্চিত্র দিয়ে হপারের চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়। তিনি, তার সহশিল্পী [[পিটার ফন্ডা]] ও টেরি সাউদার্থ এই ছবির গল্প রচনা করেন। হপার শ্রেষ্ঠ প্রথম কর্ম বিভাগে একটি [[কান চলচ্চিত্র উৎসব]] পুরস্কার লাভ করেন এবং ফন্ডা ও সাউদার্নের সাথে যৌথভাবে [[শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন। ১৯৮৬ সালে তিনি ''[[ব্লু ভেলভেট]]'' ও ''[[হুসিয়ার্স (চলচ্চিত্র)|হুসিয়ার্স]]'' চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন। দুটি চলচ্চিত্রের জন্য তিনি [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র)|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার]] এবং ''হুসিয়ার্স'' চলচ্চিত্রের জন্য [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন